বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০০৮

Obama "ওবামা" একটি নতুন যুগের সূচনা


হয়তো কোনোই পরিবর্তন আসবে না এই পৃথিবীতে,
হয়তো বরাবরের মতো শান্তির বদলে যুদ্ধের দামামা বেজে উঠবে এই ছোট্ট পৃথিবীর আনাচা কানাচে ।
তবুও
আমেরিকার ইতিহাসে এক নতুন যুগের , এক নতুন ধারার সূচনা করতে যাচ্ছেন বারাক ওবামা।
আমেরিকার ইতিহাসে প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট, সাদা বাড়ীতে একজন কালো রাস্ট্র নায়ক।
"আমরাও পারি" , "পরিবর্তনের" ঘোষনা দিয়ে নির্বাচিত বারাক ওবামার সাফল্য কামনা করছি।
শান্তির অন্বেষায় কাতর মানুষ কি পাবে একটুখানি শান্তির প্রতিশ্রুতি ?

1 টি মন্তব্য :

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।