শনিবার, ৩ মার্চ, ২০১২

স্বার্থপর জীবন

1 টি মন্তব্য :

দূরালপনীতে - ফেসবুকে - তড়িৎ বার্তায় নিয়মিতই খবর পেয়ে যাই কোথায় কে কেমন আছে। কেউ হয়তো নতুন চাকুরি পেলেন, কেউ বা চাকুরি হারা। কেউ অর্থের অভাবে কিছুই করতে পারছে না , আবার কেউ বা লাখ টাকা দিয়ে শাড়ি কিনছে। দেশে কি হচ্ছে , পৃথিবীতে কি হচ্ছে - সব খবরই রাখা হয়। এক সময় সব কিছু ভুলে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সব কথার শেষে এটাই বলতে পারি, নিজেকেই বড্ড ভালোবাসি। নিজ সন্তান - নিজ পরিবারের ভালোটাই সব কিছুর উপর প্রাধান্য পায়। হয়তো বড্ড স্বার্থপর শোনাচ্ছে তবুও কস্ট হলেও বলতে হয় ' স্বার্থপর জীবন ' কাটাচ্ছি।  দিনের শেষে নিজে কিছু করতে না পারলে, সেই ব্যর্থতার জন্য সবার করুনা পাবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। অভিজ্ঞতা বদলিয়ে দিচ্ছে নিজেকে প্রতিনিয়ত। এ পরিবর্তন টুকু টের পাই।