শনিবার, ১ নভেম্বর, ২০০৮

যা কিছু ভালো তার সাথেই প্রথম আলো - হরলিক্স আপনার সন্তানকে বানাবে........... ? বিবেক বিক্রি !!

ছোট বেলা থেকেই শুনে আসছি হরলিক্সে নাকি সব কিছু রয়েছে। এটা আপনার সন্তানকে "আরো লম্বা , আরো শক্তিশালী, আরো শার্প করবে "। এডের সেই পুঁচকে ছোড়াঁর ব্যাটের এক বাড়িতে ছক্কা হয়ে যাওয়া বা পরীক্ষায় প্রথম হওয়া যাওয়া নিমিষেই। মুগ্ধ হয়ে স্বপ্ন স্বপ্ন দেখতাম সেরকম হবার। পরিক্ষায় অতি সহজেই প্রথম হয়ে যাচ্ছি, লাফিয়ে লাফিয়ে মাঠে মাঝ খান দিয়ে দৌড়ুচ্ছি, এডের সেই ছেলকেটির মতো পেশী বৃদ্ধি পাচ্ছে, হাড় শক্ত হচ্ছে । বাহ বাহ !!!
যাই হোক একটা খবর শুনে টাসকি খেলাম। ও মা ; এ মহান বাণী নাকি অসত্য ! পুস্টি সম্পর্কে মিথ্যে তথ্য দেয়া হয়েছে নাকি এতে। এসবকে অসত্য বলে ঘোষনা দিয়ে ব্রিটেনে নিষিদ্ধ করা হয়েছে সব রকমের বিজ্ঞাপনটিকে। শুনলাম নেসলের ম্যাগি নুডলসও নাকি মিথ্যে কথা বলেছে। ওরা বলছে ওসব নাকি ব্রিটেনের জন্য বানালো হয়নি, বানানো হয়েছে আমাদের মতো গরীব দেশের জন্য। তাই তো...........
কথায় আছে গরিবের বউ সবার ভাবী - সবাই সুযোগ নিচ্ছে। মেরেও দিচ্ছে ........আমরাও পেতে দিচ্ছি। আহ উঁহ্‌..........শান্তি।
ভালোই দেখালেন গুরু, যা কিছু ভালো তার সাথেই নাকি প্রথম আলো।
কিন্তু এটা কি ?
এটাও কি ভালো?
হায়রে টাকার কাছে বিবেক বিক্রি।

গত শুক্রবারে প্রথম আলোতে প্রকাশিত হরলিক্সের বিজ্ঞাপনের ছবি যুক্ত করলাম।
বাংলাদেশে সরকারও নাকি আইনের অভাবে কিছুই করতে পারছে এ ব্যপারে। বেশ বেশ !! ধন্য সরকার বাহাদুর।









এই খবরের বিস্তারিত বর্ণনা আছে  এ সংক্রান্ত খবরের জন্য এ লিংকে ক্লিক করুন
লেখাটি প্রথম আলো ব্লগে পূর্বে প্রকাশিত প্রথম আলো ব্লগ

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।