সোমবার, ২৩ আগস্ট, ২০১০

আমার সাইটের পরিসংখ্যান ২০১০ ( আধেক )

গুগল অ্যানালাইটিক্স লগ অনুযায়ী ২০১০ এর জানুয়ারি ১ থেকে  ৩০ পর্যন্ত ৬ মাসে আমার ব্লগ সাইটের ভিজিট তথ্য আপনাদের জন্যে তুলে ধরছি ।

  •  সব মিলিয়ে ১৭৭৮ টি ভিজিট হয়েছে যার মাঝে ১২১২ টি অনন্য ভিজিট এবং এগুলো এসেছে ২৮১৩ টি পেইজভিউয়ের বিপরীতে।
  • পাঠকদের মাঝে ৬৭.১০% হলেন নতুন পাঠক, ফিরে আসা হলেন ৩২.৯০%।
  • পাঠক গড়ে ১ মিনিট ৪৬ সেকেণ্ড সময় কাটিয়েছেন এবং প্রতি ভিজিটে ১.৫৮ টি পাতা পড়েছেন।
  • ৬টি মহাদেশের ৩৭ টি দেশের ১৬৪ টি শহর থেকে  পাঠকেরা গত ছয় মাসে আমার সাইটে পদধূলি দিয়েছেন।
  • ভিজিটের হিসেবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ভারত সবচেয়ে শীর্ষে আছে।
  • পাঠকদের শতকরা ৫৩.০৪ ভাগ গুগল থেকে খুঁজে পান, সরাসরি আসেন শতকরা ৩০.৩৭ ভাগ এবং রেফারিং সাইট থেকে আসেন শতকরা ১৫.০৭  ভাগ। বাকি ভিজিটর বিভিন্ন ব্লগ বা সাইট থেকে আসেন।
  • প্রথম পাঁচটি কিওয়ার্ড হলো সেক্সুয়াল, যৌনগল্প, সেক্সি মেয়ে, বাসর রাত,  বউ এর সাথে। এতে বোঝা যায় বাঙালি নেটে কি খোঁজে !
  •  বাউন্স রেট জঘন্য ৭৩.৩৪%

এবার গত ১ বছরের পরিসংখ্যান সংক্ষেপে দেই,

  • ২৭৭৩ টি ভিজিট
  • ৬৭৬৯ টি পেজভিউ
  • ১.৭৯ পেজ/ভিউ
  • বাউন্স রেট ৭১।৩৫%
  • ২.৫৫ মিনিট/ভিজিট

সাইটের জন্ম থেকে আজ পর্যন্ত !

  • ৭৩৯৩ ভিজিট
  • ১৩৮৬১ পেজ ভিউ
  • ১.৮৭ পেজ/ভিউ
  • ৪.০১ মিনিট/ভিজিট

 এবং ৬ মহাদেশের ৭৩ টি দেশের ৫১০ টি শহর থেকে পাঠক এসেছিলেন ৩ বছরে

নিজের ঢোল নিজেই অনেক পেটালাম। হিহিহি

---------------------------------------------------------------------------------------------------


কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।