ব্লগের পাতা উল্টোতে উল্টোতে আবিস্কার করলাম গত বছরের নভেম্বরে শেষ খেরোখাতা লিখেছি। এর মাঝে বুড়িগংগা দিয়ে অনেক জল গড়িয়েছে, গ্রীষ্ম শেষে শীত এসেছে, নিজেও জীবনের নড়বড়ে সাঁকোতে দুলতে দুলতে আরেক কদম এগিয়েছি । এক মুঠো ঝাল মুড়ির মতো মুচমুচে জীবন। তাকিয়ে দেখি- পৃথিবীতে সেই আগের মতোই সুর্য উঠছে, পুর্নিমার রাতে পদ্য রচনা হচ্ছে, ৬০০ কোটি মানুষের ৬০০ কোটি গল্পের সাথে প্রতি মুহুর্তে একেকটি নতুন গল্প লেখা হচ্ছে।
মা দিবস যে আসছে সেটা টিভিতে এড দেখলেই বোঝা যায়। একটা এড দেখে মজা লাগলো, কেউ কি কোনোদিন দেখেছে মা চেইন সো দিয়ে গাছ কাটছে ? এডে বলছে তারা এবারের মাদার্স ডে স্পেশাল হিসেবে চেইন সো সেল দিয়েছে যাতে মা আরাম করে গাছ কাঠতে পারে। সবকিছুতেই বানিজ্য, বানিজ্যেই সুখের বসতি। বছরের প্রতিটা দিনই আমার কাছে মা দিবস। তবে আজকের দিনে আমি আমার সন্তানের মা দিবসের শুভেচ্ছা জানিয়েছি, আমার মাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছি, আমার জীবনসংগীনির মাকে শুভেচ্ছা জানিয়েছি। মার কাছ হতে হাজারো মাইল দূরে থেকে মার কথা মনে পরছে খুব। যদি পাখি হতাম তবে উড়াল দিয়ে মার কাছে চলে যেতাম।
বেশ শীত পরেছে। আজকের দিনটা কেমন যেনো বিষন্নভরা। আকাশে মেঘ - কনকনে ঠান্ডা, গুমোট এক মন খারাপ করা দিন। অলস একটি দিন কাটলো।ছুটির দিনে কম্বল মুড়ি দিয়ে দুটি মুভি দেখা হলো। পোলিশ ফিল্ম "Katyń" , বাংলা ভাষায় জার্মান মুভি "Shadows of Time" ।
"Katyń" দেখে খুব একটি ভালো লাগলো না, বিশেষ করে এটার নির্মানশৈলী। কেমন যেনো খাপছাড়া , গল্পের গভীরে না গিয়ে তাড়াহুড়ো করে সবকিছু শেষ করে দেবার চেস্টা। উইকিতে গিয়ে গুঁতো মেরে দেখা যেতে পারে এটার সম্পর্কে জানতে। পোলান্ডের Katyn ম্যাসাকার নিয়ে মুভি।
"Shadows of Time" গতানুগুতিক ভালোবাসা - বিচ্ছেদের গল্প তবে একটু ভিন্নভাবে দেখবার চেস্টা। পরিচালকের পরিচালনা চোখে লাগার মতো। অভিনেতা -অভিনেত্রীদের অভিনয়ও ভালো লেগেছে। মুল চরিত্র ' রবির' ভুমিকায় প্রশান্তের সাবলিল অভিনয়ের সাথে সাথে 'মাশার' ভুমিকায় তন্নিস্ঠার অভিনয় ভালো লেগেছে তবে মাঝে মাঝে অতি নাটকীয়তা চোখে লেগেছে। কিছু কিছু মুভি মনের মাঝে আঁচর রেখে যায়। এটাও সেরকম একটি। আর ইরফান খানের অভিনয় সব সময়ই ভালো লাগে। উইকিতে এর বিস্তারিত পাওয়া যাবে।
দারিদ্র- ভালোবাসা- প্রেম- বাস্তবতা- পিছুটান- ত্যাগ - স্বপ্ন - প্রতিশ্রুতী ; সব কিছু নিয়েই জীব। আর জীবন নিয়েই মানুষ তৈড়ি করে এসব সিনেমা। shadows of time দেখতে পারেন । ভালো লাগবে অবশ্যই।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।