বুধবার, ১৭ মার্চ, ২০১০

সুজাতা তুমি কি সেই আগের মতোই আছো ?

সব কিছুই সেই আগের মতোই
সেই বাঁকা হাসি
কথায় কথায় ভুঁরু কুচকানী
সুজাতা সেই আগের মতোই আছে।।
কেমন আছো ?

দু ছেলে এক মেয়ে নিয়ে ভালোই আছি
তোমার উনি ?
উনিও ভালো , ব্যবসা নিয়ে ব্যস্ত
হড়বড়িয়ে কথা বলার স্বভাব সুজাতা ছাড়তে পারেনি
সুজাতা সেই আগের মতোই আছে।।
তুমি কেমন আছো ?
আমিও ভালো আছি
সুখে আছি
তোমার উনি ?
উনিও ভালো , ছেলে মেয়েরাও ভালো।
বাহ ! সুখী সংসার
আসলেই সুখী।
কতদিন থাকছো দেশে ?
দেখি।
সুজাতা সেই আগের মতোই আছে।।
প্রশ্ন করার অভ্যেসটা বদলাতে পারেনি।
তোমার ফোন নাম্বারটা দেয়া যাবে ?
কেনো, কদিনইবা থাকবো দেশে ! নাম্বার নেয়া হয়নি।
তোমারটা ?
সেই আগেরটাই আছে।
০১৭ এর পর ১ যোগ হয়েছে এর পর আবারো ১ যোগ হয়েছে
তোমার মনে আছে ?
থাকবেনা কেনো !
সুজাতা সেই আগের মতোই আছে।।
প্রশ্ন করার অভ্যেসটা বদলাতে পারেনি।
৩৬-২৭-৩৫ এখন ৪৬ -৩৫-৪২
সুজাতা সেই আগের মতো নেই।।
চুলে পাক ধরেছে, মুখে বলি রেখা, দাঁতে পান খাবার দাগ
সুজাতা সেই আগের মতো নেই।।
সুজাতা তুমি কি সেই আগের মতোই আছো ?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।