শুক্রবার, ১০ অক্টোবর, ২০০৮

আমার ব্লগের নতুন প্রজন্ম


                                                             আজলান মাহবুব দিব্য

৮ অক্টোবর, ২০০৮ @ দূপুর ২:২৬; জীবন নামক উপন্যাসের আরেকটি নতুন অধ্যায়। আসলে বাবা হবার অনুভূতিটাই অন্যরকম। কি রকম সেটা ভাষায় প্রকাশ করা একরকম দূঃসাধ্যই আমার জন্য।
ছেলের নাম রেখেছি ” আজলান মাহবুব দিব্য “, তবে আরিফ জেবতিক ভাইয়ের মতো ডানোর কৌটা থিউরী প্রয়োগ করতে হতে পারে। দাদার বাড়ী- নানার বাড়ী থেকে এতো নাম আসছে যে, সবার মন যুগাতে গেলে সে নাম পৃথিবীর কোনো ফরমেই আঁটবে না।
অন্তর্জালিকে “আমার ব্লগেই” সর্বপ্রথম আমার সন্তানের ছবিটি প্রকাশ করছি।
আমার ব্লগের প্রতি আমার একটি কমিটমেন্ট হচ্ছে, এখানে যা কিছু লিখবো সেটা অন্য কোথায় লিখবো না। টাটকা আনকোড়া পোস্ট আসবে শুধুই আমার ব্লগের জন্য। এটা “আমার ব্লগের” প্রতি আমার আরেকটি ভালোবাসার চিহ্ন।
আমার ব্লগে টুটুল ভাইয়ের পোস্ট পড়ে আমি আপ্লুত, ধন্যবাদ বস।
তবে আপনার বিবাহ কোনদিন ?
পোস্টে যারা শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
সুশান্তদা আপনার দাবীর কাছে আমি পরাজিত, সন্তানের ছবি দিয়ে পোস্ট দিলাম।
অচুদা আপনার প্রতি আমি মোটেও বিরক্ত নই। মাঝে সাজে ক্ষেপে গেলেও পরে সেটা উপভোগ করি।

একই সাথে আমার ব্লগে প্রকাশিত

৩টি মন্তব্য :

  1. অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে। পুরো ফ্যামিলিকে নিয়ে অনাবিল সুখে থাকুন সবসময়ে।

    উত্তরমুছুন
  2. অভিনন্দন
    বাবু আর বাবুর আম্মু কিরম আছে?

    চাচ্চুটার জন্য অনেক দোয়া... ভাবীর জন্যও

    ভাল থাকেন...

    নতুন নতুন ফটুক আপলোড কইরেন

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।