কত টাকা হলে তাকে ক্রয় করা যাবে ?
ঘটনার সূত্রপাত হাসান মোর্শেদের পোস্টের মাধ্যমে । পাল্টা পোস্ট হিসেবে ফকির ইলিয়াস তার দালালী ও সুবিধাবাদি চরিত্রের প্রকাশ আবার দেখালেন। এর পর আবারো একটি পোস্ট হিমুর পোস্টের শিরোনাম "সাহিত্যবেশ্যা আর তাদের দালালেরা" । আজ পান্থর আরেকটি পোস্ট।
সবগুলো পোস্টেরই মূল আলোচ্য বিষয় , আমাদের দেশখ্যাত লেখক বা কবি যাদের আমরা মুক্তমনা, মুক্তিযুদ্ধের চেতনাধারী ও পক্ষের মনে করি তাদের "নয়া দিগন্তের" মতো পত্রিকা যা পরিস্কার ভাবেএকটি জামাতি পত্রিকা, সেখানে নিয়মিত লেখা দেয়া।
কে কোথায় লিখবেন সেটা লেখকের স্বাধীনতা কিন্তু কোথায় লিখছেন সেটা কি তারা একবারো দেখবেন না !! নাকি দেখেও না দেখার ভান করবেন ? ভাবছি ঠিক কত দাম হলে এরা বিক্রি হোন !
এরা টাকার জন্য নয়া দিগন্তের মতো জামাতি পত্রিকায় লিখছেন, এরা টাকার জন্য কালের কন্ঠের মতো অসৎ টাকায় গড়া পত্রিকায় লিখছেন। আবার এরাই জামাতের বিরুদ্ধে অন্য পত্রিকায় কলম ফাটাচ্ছেন, এরাই ভূমি দস্যুতা ও দূর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন।
ভন্ডামীর একটা সীমা আছে।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।