সোমবার, ২৩ জুলাই, ২০০৭

ঠিক এ মুহুর্তের রাজনৈতিক ভাবনা

দেশের রাজনৈতিক অবস্থার কথা ভাবছি।
ঠিক ১ বছর আগের বাংলাদেশ ও আজকের বাংলাদেশ !! কতোই না ফারাক। সেমসয় ছিলো বিএনপি-জামাতের জোট আর আজ সামরিক সমর্থিত তত্বাবধায়ক সরকার।

দূর্নীতি দমন অভিযানের নামে চলছে ধরপাকড়,
অতীতের মতোই সামরিক গোয়েন্দা সংস্থার তত্বাবধানে চলছে নতুন দল গঠনের পালা,
আর্মি চিফের বক্তৃতা চলছে সমান তালে,
চলছে সামরিক প্রেসক্রিপশন,
সংবিধান সংশোধনের নামে আবারো সংবিধানকে ধর্ষনের পদধ্বনি শোনা যাচ্ছে আবারো,
চলছে অধ্যাদেশের মাধ্যমে নিত্য-নতুন আইন প্রনয়ন,
আরো অনেক অনেক কিছু ।

কিন্তু যার জন্য এতো কিছু সেই গনতন্ত্র কবে আসবে ???
জনগনের অধিকার কি প্রতিষ্ঠিত হবে ?
সেটা কবে ??

ভোটের কথা হচ্ছে,
বলা হচ্ছে ২০০৮ নাগাদ সব কিছু ঠিক ( সব কিছু ? ) থাকলে নির্বাচন হবে।
ভোটার লিস্ট তৈরি করা শুরু হয়নি এখনো,
ভোট কি আদৌ হবে ??
ভোট হলে কি ধরনের সরকার আসবে ??
অতীতের মতোই দলগুলোকে কি সমান সুযোগ দেয়া হবে ??

জরুরী অবস্থা কবে তুলে নেয়া হবে?
এরকম আরো অনেক অনেক প্রশ্ন মনে জাগছে এ মুহুর্তে।

২টি মন্তব্য :

  1. মঈন হবে এরশাদ
    ২০১০ হবে ১৯৯০।

    সুমন ভাই, আপনি আমার ব্লগসাইটা একটু দেইখেন তো, ফন্ট টন্ট ঠিকমত আসে না অনেকেই বলেছে। আরো একটু পরামর্শ দেবেন কিভাবে এটাকে সুন্দর করা যায়।

    grameenbangla.blogspot.com এই ব্লগটাও একটু দেইখেন।

    আপনাকে অনেক ধন্যবাদ।

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।