বুধবার, ২০ মে, ২০০৯

বড্ড মাথা ব্যাথা


বড্ড মাথা ব্যাথা। মাইগ্রেনের সমস্যাটা কি ফীরে আসছে? ওষুধ খেয়ে, ঘর আঁধার করে সারাটি দিন অচেতনের মতো শুয়েছিলাম। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছি টেরই পাইনি। ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে সন্ধ্যে ৭ টা বাজবে বাজবে করছে।


কিচ্ছুই করা হলোটা সারা টি দিন, অথচ কতো কিছুই করার কথা ছিলো।

কবি মুজিব মেহেদী ভাইয়ের ফেসবুকে ঢুকেই উনার স্ট্যাটাস দেখে অবাক ! কি সুন্দর দুটো কবিতার লাইন তুলে রেখেছেন।

দেয়াল তুললেই ঘর ভেঙে ফেললেই পৃথিবী-- সুজিত সরকার
এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-ঘণ্টা বসতে ইচ্ছে করে : ভাস্কর চক্রবর্তী

নেটে কবিতাগুলো খুঁজে পাবার চেস্টা  করলাম। গুগুলে এতো কিছু পাওয়া যায় কিন্তু যা চাই তা পাই না কেনো ! কবিতা পড়তে ইচ্ছে হচ্ছে।

উহ্‌ বিরক্তিকর।
মধ্যরাত।
চারদিকে অসহনীয়  নিস্তবদতা।
ঘড়ির টিক টিক শব্দ জানিয়ে দিচ্ছে জীবন থেকে একটি সেকেন্ড হারিয়ে গেলো।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।