শুক্রবার, ১৬ এপ্রিল, ২০১০

অভিনন্দন শুভ ভাই, শ্রেষ্ঠ বাংলা ব্লগ পুরস্কার পাবার জন্য

THE BOBs
অবশেষে বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো ডয়চে ভেলে৷ যাতে ইংরেজি ব্লগ 'উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ আর আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷

ডয়েচে ভেলে যখন বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতা শুরু করে তখন খুব একটা আগ্রহ দেখাইনি। কিন্তু নিজের ব্লগ যখন সেরা এগারোতে স্থান পেলো তখন আগ্রহ জন্মেছিলো অবশ্যই। এ পৃথিবীতে সবাই চায় সেরা এগারোতে স্থান পেতে , সেরা হতে; আমিইবা ব্যতিক্রম হবো কেনো?

ভোটাভুটি শুরু হওয়ার পর দুটো ভোট দিয়েছিলাম। প্রথমটি নিজেকে ( সবকিছু ছাপিয়ে মানুষ নিজেকেই সব চাইতে বেশী ভালোবাসে) , পরের ভোটটি শুভ ভাইকে। দেখতে দেখতে শুভ ভাই সবাইকে ছাড়িয়ে শীর্ষে চলে গেলেন। একসময়  শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে জিতে নিলেন দুটো পুরস্কার। জুরিদের শ্রেষ্ঠ বাংলা ব্লগ ও ব্যবহারকারীদের ভোটে শ্রেষ্ঠ বাংলা ব্লগ ।

অভিনন্দন শুভ ভাই। দূর্মুখে মুখে ঝাঁটার বাড়ি দিয়ে আপনি ডয়চে ভেলের  শ্রেষ্ঠ বাংলা ব্লগ। সকলের ভালোবাসা ও অবশ্যই আপনার কৃতিত্বে এ জয়। হিংসুকরা হিংসার আগুনে জ্বলে পড়ুক।

২টি মন্তব্য :

  1. সুমন,
    আমরা ১১ জনের মধ্যে আপনিও ছিলেন একজন।

    আপনি আমাকে ধনী অ্যাম্বেসেডর বানিয়ে দিলেন, অন্য একজন আমাকে বানালেন গরীব অ্যাম্বেসেডর- ফারাকটা কি, এটা আপনার কাছ থেকে আমরা শিখলাম।
    শিখলাম কী!?

    উত্তরমুছুন
  2. কি জানি শুভ ভাই। এত প্যাঁচিয়ে ভাবতে ভালো লাগে না এখন আর।

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।