সোমবার, ১৪ মে, ২০০৭

চরম প্রতিবাদ জলপাই নির্যাতনের ( উতসর্গ :শহিদ চলেশ রিশিল )

First they came for the jews,
I was silent,
I was not a jew.

Then they came for the communists,
I was silent,
I was not a communist.

Then they came for the trade unionists,
I was silent,
I was not a trade unionist.

Then they came for me.
There was no one left to speak for me.
----Martin Neimoller
খুব প্রিয় কিছু লেখা দিয়েই আজকের প্রতিবাদ পোস্ট।

সাংবাদিক, মানবাধিকার কর্মি ও ব্লগার তাসনিম খলিল তথাকথিত যৌথ বাহিনী, প্রকারন্তরে আর্মির হাতে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের পর ২৪ ঘন্টা পর মুক্তি পেলেন। হয়তোবা সি.এন.এন , হি্উমেন রাইটস ওয়াচ ও ডেইলি স্টারের ব্যানার থাকাতে তাসনিমের মুক্তি সহজতর হয়েছে।

কিন্তু তাসনিমের মতো আরো হাজার হাজার মানুষকে যে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে ও তাদের আইনগত অধিকার এবং মানবাধিকারকে মধ্যাংগুলি দেখিয়ে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে ও অমানুষিক নির্যাতন করা হচ্ছে , তাদের দেখছে কে?

বিনা বিচারে ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে মানুষকে বিনা বিচারে মারার অধিকার কে দিয়েছে সরকার কে?

দেশে কি আদৌ কোনো মানবাধিকার রয়েছে?
দেশে কি আদৌ কোনো আইনের শাসন রয়েছে?
দেশে কি আদৌ কোনো স্বাধীন আদালত রয়েছে?
দেশে কি আদৌ কোনো সংবিধান রয়েছে?
নাকি সংবিধান নামে যা রয়েছে তাকে নিয়ে কচকচানি করছে আমাদের সর্ব সরকারের সময় সুবিধাভোগী সুশিল সমাজ?

সিলেটে আহমেদ নূরকে চাঁদাবাজ বলে বেদম পিটিয়ে জেলে পোড়া হোলো। কোন আইনে বলা আছে গ্রেফতার করা হলে পেটানো যাবে?
আজ তাসনীম খলিল কে ধরা হোলো।
কাল যে আমাকে ধরা বনে না তার গ্যারান্টি কে দেবে ?
আমাকে যে ক্রসফায়ারের নামে গুলি করা মারা হবে না তার গ্যারান্টি কে দেবে?

হায়রে মুক্ত বুদ্ধি,
হায়রে পরিবর্তকামনা ,
হায়রে সুশিল সমাজ ।

সেদিন চলেশ রিশিল কে পিটিয়ে মেরে ফেলা হোলো ,কেউ কথা বল্ল না। মুক্ত বুদ্ধির কথা বলে সংবাদপত্রগুলো চুপ করে থেকে ব্লাডি জলপাইদের পদলেহন করে গেলো।
হায়রে বিবেক,
হায়রে মুক্ত চিন্তা।
--------
মানি না এ সব আর,
দেশ আমার একটাই।
আর কতো সহ্য করবো।
রক্তের বদলে রক্ত, গুলির বদলে গুলি।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।