বৃহস্পতিবার, ২৪ মে, ২০০৭

টুটিফ্রুটি.রেসিপি @ সুমন.উজি

বাজার থেইকা ৩ ফ্লেবারের আইসক্রিম কিনেন।
ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি।

আপেল, কলা, আম, আঙুর, স্ট্রবেরী কিন্না সেইগুলানরে কিউব আকারে কাইটেন।
(মাগার কলা চাক চাক কইরা, খিয়াল কইরা)

আইসক্রিম রাখনের কাপ পাইলে ভালো নাইলে কফি খাওনের মগ হইলেও চলবো।

কাপের নিচে স্ট্রবেরী ফ্লেবারের আইসক্রিম দিয়া এর উপরে আম ও আঙুর দ্যান।
এর উপরে দ্যান চকোলেট ফ্লেবারের আইসক্রিম দিয়া হের উপরে বাকী সব ফল ডাইলা দ্যান।
সবার উপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম।
গার্নিসের জন্যে ভ্যানিলা স্কুপের উপরে ক্যারামেল সিরাপ সুন্দর কইরা দ্যান, ভালোবাসার শেপে। (তয় সাবধানে, নইলে ক্যারা বেরা হয়া যাইবো)

এবার একটা ফ্রেন্চ মুভি ছাইরা খাইতে বইসা যান।

----
সংবিধিবদ্ধ সতর্কিকরনঃ ডায়েটিং করা পাবলিকের খাওন নিষেধ।

1 টি মন্তব্য :

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।