দ্বিতীয় বারের মতো পিতা হলাম।
৪ ডিসেম্বর সকাল ৮:১৮ টা যেনো অন্যরকম ভাবে লেখা হলো মনের মাঝে।
প্রায় অর্ধযুগ পর নতুন ঠিকানা লিখতে শুরু করেছি॥॥
নতুন চাকুরি , নতুন আবাস, নতুন টেলিফোন নাম্বার, নতুন বস, নিত্য নতুন সব অভিজ্ঞতা।
নিদারুন ব্যস্ততা, পাশে দাঁড়ানোর কেউ নেই।
কুচ পরোয়া নেহি, ওয়ান ম্যান আর্মি ।
কত কিছু যে লিখতে ইচ্ছে করছে। আজ না হয় তো আরেকদিন লেখা হবে।
আল বিদা ইয়া হাবিবী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
অভিনন্দন
উত্তরমুছুনঅভিনন্দন সুমন ভাই!
উত্তরমুছুনসব নতুনের ভিড়ে, নতুন সন্তানকে ঘিরে, জয় করুন নতুন সময়!
- শফকত