শুক্রবার, ১ অক্টোবর, ২০১০

নয়া জিনিসের স্বোয়াদই আলিদা

নিজেকে মাঝে মাঝে পিঁপড়ে মানব বলে মনে হয়। পিঁপড়ে যেমন প্রচন্ড পরিশ্রম করে ভবিষ্যতের জন্য খাদ্য সন্চয় করে  আমিও তেমন প্রচন্ড পরিশ্রম করে সন্চয় করি, হয়তো সেটা খাদ্য নয়; অন্য কিছু। মাঝে মাঝেই পিঁপড়ের কস্টের ধনও বানের পানিতে ভেসে যায়, এমনটি আমারও হয়। কোথায় যে চলে যায় কস্টার্জিত সন্চয় , নিজেও বুঝতে পারি না।

একটা গাড়ী কিনলাম গতকাল। নতুন কিছু কেনার স্বাদই আলাদা। অন্য রকম তৃপ্তিবোধ চলে আসে, যেমনটি এখন হচ্ছে।

ওম শান্তি। জগতের সকল প্রাণি সুখি হোক।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।