ঠান্ডা লেগেছে। এসময়ে ভাইরাসের উৎপাত বড্ড বেড়ে যায়। ভাগ্যিস জ্বর তেমন নাই। বাসার সবার একই অবস্থা। ঘুম আসছে না বলে এই সাত সকালে ( সকাল ৩:৪৪ ) তেও প্যাঁচার মতো চোখ বড় বড় করে জেগে আছি। শরীর খারাপের সাথে যুক্ত হয়েছে অনিদ্রা।
আজ The Motorcycle Diaries মুভিটা দেখলাম। সিনেমা বোদ্ধা হবার ক্ষমতা বা যোগ্যতা না থাকায় সেটা নিয়ে রিভিউ লেখার ঔধ্যত্ব দেখাচ্ছি না। একজন বিপ্লবীর জন্ম দেখলাম। মুভিতে "চে" এর জীবনকে সেভাবে ফুটিয়ে তোলার চেস্টা না করা হলেও দুই বন্ধুর ভ্রমনে বের হওয়া, জীবনকে খুব কাছ থেকে দেখা - বোঝা, নিজেকে আবিস্কার করার মাধ্যমে নতুন মানুষের জন্মকে দেখলাম।
হেলেন থমাসের নাম জানতাম না। আজকে দেখলাম ইজরায়েলকে নিয়ে মন্তব্য করার কারনে তাকে অবসর নিতে ( বাধ্য করা হয়েছে পড়ুন ) হয়েছে। পশ্চিমের স্ববিরোধী আচরন দেখে আজকাল আর অবাক হই না।
When u attack Black people, they call it racism.
When u attack Jewish people, they call it antisemitism.
When u attack women, they call it sexism.
When u attack homosexuality, they call it intolerance.
When u attack a religious sect, they call it hate.
But when u ...attack ...the Prophet ...(SAWS)....... They call it freedom of speech!
what a joke.[courtesy: A.N.M. Mominul Islam Mukut's Facebook status]
When u attack Jewish people, they call it antisemitism.
When u attack women, they call it sexism.
When u attack homosexuality, they call it intolerance.
When u attack a religious sect, they call it hate.
But when u ...attack ...the Prophet ...(SAWS)....... They call it freedom of speech!
what a joke.[courtesy: A.N.M. Mominul Islam Mukut's Facebook status]
অ্যামনেস্টির জানিয়েছে " ইয়েমেনে মার্কিন হামলায় গুচ্ছ বোমা ব্যবহূত হয়েছে" । যদি এমনটি হতো "আমেরিকায় ইয়েমিনি হামলায় গুচ্ছ বোমা ব্যবহৃত হয়েছে " তাহলে কি ঘটতো সেটা একবার চিন্তা করলে কেমন লাগে বলুনতো ?
অনেক শীত পড়েছে ক্যানবেরায়। হিটারেও মাঝে সাজে কাজ হয় না মনে হয়। বাসার চারপাশে ঝড়াপাতা উড়ে বেড়ায়। গাছগুলো সব নেড়া। দেশে থাকতে শীতের পিঠা খাবার ধুম পরে যেতো। এদেশে সেটা স্বপনে বা কল্পনায় সারতে হয়। শালার বিদেশ।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।