মঙ্গলবার, ১১ মে, ২০১০

"মা" তোমায় ভালোবাসতে দিবস লাগে না

"মা" তোমায় ভালোবাসতে দিবস লাগে না।
হয়তো ফোন করা হয়নি ঘটা করে,
হয়তো কার্ড পাঠানো হয়নি,
কিছুই করা হয়নি,
কিছুই বলা হয়নি,
তারপরো তারপরো
"মা" তোমায় ভালোবাসতে দিবস লাগে না।।

২ বছর ১০ মাস ৪ দিন। মাকে দেখি না।
দেশ দেখি না।
৫৫৯৯ মাইল
৯০১১ কিলোমিটার
ইচ্ছে হয়, স্বপ্ন দেখি।
 

 "মা" তোমায় ভালোবাসতে দিবস লাগে না।।

দেশ বদলালে দিবসও বদলায় সেটা জানা ছিলো না। এ জীবনের কতো কিছুই যে জানার বাকি। উইকি ঘাঁটতে গিয়ে দেখি একেক দেশে একেক দিনে মা দিবস। তবে বেশীর ভাগ দেশেই দেখলাম মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়।

সুবোধ সরকারের লেখা কবিতাটা পড়লাম। ভালো লাগলো বলে নিজ ব্লগে টুকে রাখলাম।

বৃদ্ধাবাস থেকে -সুবোধ সরকার

বত্রিশ বছর আগে একবার আমার ঠোটে
একজন আমাকে চুম্বন করেছিল
এবং
আরো বত্রিশ বছর আগে
আমার প্রথম জন্মদিনে ঠিক একই জায়গায়
তিলের পাশে আমার বাবা
চুম্বন করেছিলেন।

আমার এখন ৬৫, ছেলে আমেরিকা
মেয়ে মাসে একবার দেখা করে যায়
১৩ নম্বর ঘরে।

মাত্র দুটো চুম্বন। দুটোই দারুণ।
আমি প্রতিদিন কাগজ পড়ি। খোঁজ রাখি পৃথিবীর।
আর অপেক্ষা করি ছেলে আমেরিকা থেকে
ঝাড় খেয়ে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবে
জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে।

হ্যাঁ, আমি মা, খোকন রে আমি এখনও তোর মা।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।