শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১০
একটি নাটকের স্ক্রিপ্ট
আবু বকরের সিদ্দীকের জনক জননীকে শেখ হাসিনার সামনে আনা হবে। শেখ হাসিনা সন্তান হারা জননীকে জড়িয়ে সান্তনা জানাবেন, হাতে লাখ টাকার চেক তুলে দেবেন। সাংবাদিকরা সেটা পরের দিনের পত্রিকার জন্য তুলে রাখবেন কিছু ছবি। বিভিন্ন চ্যানেলে সেই খবর গূরুত্ব সহকারে দেখানো হবে। প্রধান মন্ত্রি শেখ হাসিনা বরাবরের মতো গালভরা কিছু বুলি ছাড়বেন। সবকিছু শেষ হয়ে যাবার পর সন্তান হারা জননীর খবর কেউ রাখবে না। ডিসির গাড়ীতে টাঙাইল হতে আসা সেই মানুষটি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকাল বাসে চড়ে বাড়ী ফিরে যাবেন। সময়ে সবাই ভুলে যাবে তার কথা। ব্যস্ত হয়ে পড়বে নতুন কিছু নিয়ে।
বকররা মারা যায়, জয় বা তারেকরা মারা যায় না। গেলে শেখ হাসিনা বা খালেদা জিয়া বুঝতে পারতো সন্তানহারা মায়ের কতো কস্ট।
নাটকের এ স্কৃপ্ট অনেকবারই ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতেও হবে। নাটকের সেট ববাবরের মতোই একই, ঝকঝকে প্রধান মন্ত্রি অফিসকক্ষ। শুধু অভিনেতা - অভিনেত্রী বদল হয়, কিন্তু দর্শক বদলে যায় না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।