আজকালকার দুনিয়ায় দিবসের অভাব নাই। আজ অমুক দিবসতো কাল তমুক, পরশু আরেক। জীবনের হট্টগোলে অনেক দিবসই কখন যে পার হয়ে যায়, জীবনের স্লেটে তা আঁচরও ফেলতে পারে না। গত রোববার নাকি ছিলো " বিশ্ব বন্ধু দিবস " !! বয়স যখন টিনের বাক্সের মতো ঝনঝনে তখন এ রকম কোনো দিবসে হাঁক ডাক করে সারা দেয়া হতো। আর এখন জীবনের বালাম খাতায় হিসেব মেলানোর মতো চারপাশে বন্ধুদের নিয়েও হিসেবে মেলাই আর দশটা স্বার্থপর মানুষের মতোই। স্বার্থপরতা - হিংসা - দূরত্ব - যোগাযোগের অভাব - জীবন সংগ্রামের ইঁদুর দৌড়ের প্রতিযোগীতায় একে একে ঝরে পরছে বন্ধুত্ব। বন্ধু শব্দটির জায়গায় স্থান করে নিচ্ছে 'কৌশলগত বন্ধুত্ব' শব্দটি। আজ যে বন্ধু কাল সে শত্রু, কাজ শেষতো বন্ধুত্বও শেষ। জীবনে এখন বন্ধুর বড্ড অভাব।
প্লে গ্রুপে পড়ার সময় টিফিন ভাগাভাগী করে খেতাম বন্ধুদের সাথে। একটু বড় হয়ে স্কুলে পড়বার সময় ২ টাকায় কেনা ঝাল মুড়ি ৩ জনে ভাগ করে খেয়েছি, কলেজ ১ টা সিগারেট ৫ জনে ভাগ করে টেনেছি। ফার্স্ট বুক - সেকেন্ড বুক শব্দগুলো এখনো কানে বাজে। আর এখন তা হিজ হিজ হুজ হুজ। কিন্তু তারপরো বন্ধু খুঁজি, প্রানের সখা খুঁজি।
বিশ্ব বন্ধু দিবসে বন্ধু খুঁজেছি, এক নিরন্তর খোঁজা।
আসলেই তাই। শৈশবের কথা মনে হলেই নষ্টালজিয়া এসে ভর করে।
উত্তরমুছুনaR
Bangla Hacks