বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০০৮

হ্যাংম্যানস নট

"মামনি, কি করছো ?"
"কিচ্ছু না বাবাসোনা, তোমার ছোট মামার জন্য গিফট প্যাক করছি"
"আমিও একটু করি ?"
"না বাবাসোনা, তুমি পারবে না"
"আমি পারবো"
"উহ, দুস্টুমি করো না, হোম ওয়ার্ক শেষ করো"
"আমি পারবো, তুমি দেখিয়ে দিলেই পারবো"
"আচ্ছা, বাবা সোনা, আমি র‌্যাপ করে দিচ্ছি, তুমি ফিতে বাঁধো"
"ওকে,মামনি"
"উঁহ, এভাবে নয়, এভাবে করো, এভাবে বাঁধো।এটাকে বলে হ্যাংম্যানস নট"
"হ্যাংমানস নট কি মামনি?"
"হ্যাংম্যানস নট হলো, ফাঁসি নেবার সময় যে নটে মানুষের ঘাড় ভেঙে যায় ও মানুষ একেবারে মারা যায়"
"মানুষ কেনো কারা যায় মামনি"
"এমনি বাবাসোনা, আল্লাহ নিয়ে যায় আকাশে"
"এই বাক্স গুলো র‌্যাপ করেছি, হ্যাংম্যানস নট বাঁধো এগুলোতে"

যেদিন ছেলেটি ফাঁসিতে আত্মহত্যা করতে যাচ্ছিলো বারবার ভাবছিলো মামনির কথা।
আচ্ছা এভাবে করলে কি দোজখে যাবে ?
ভাবছিলো কি সুন্দর করে হ্যাংম্যানস নট বাঁধা যায়, ঠিক যে ভাবে মা বাক্সগুলোতে হ্যাংম্যানস নট করছিলেন।‌

1 টি মন্তব্য :

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।