মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০০৮

কাই বাও, কাই ????????????

'ভটভটির শব্দকি একটু বেশী জোরে হচ্ছে আজ, চাটাইটাও কেমন জানি একটু বেশী খসখসে, চাটাইঘেরা অন্ধকারটি কি একটু বেশী অন্ধকার?'
ইরি মৌসুম, পানি একটু বেশীই লাগে।
বালিয়াডাঙির অহিদার ডিলার ডিজেলের দাম এবারো বাড়িয়েছে, সাপ্লাই নাকি কম !
ইউরিয়ার দামও বরাবরের মতোই চড়া, সারের স্পি বিএস স্যারের কাছে , সাথে ১১০ টাকা ঘুষ।
আড়াই বিঘা জমি , ২ গরু, ৩ ছাগল, ৫ মুরগি, ৪ হাঁস, খড়ের ঘর।
৩ ছেলে, ১ মেয়ে। স্কুলে যায়। বড় ছেলেটা দাখিল মাদ্রাসা।
ও বাও, তেভাগা কি জিনিস?
পত্রিকায় বলে, বর্ডারের সব লোকই নাকি চোরাচালানী !কাই বাও ?
পিঠে চিনির বস্তা নয়তো হাতে ডিজেলের জেরিক্যান। পারিশ্রমিক ৫০ টাকা।
বিএসেফ এর গুলি , বিডিআররের লাঠি , নিত্য জীবন।
হঠাৎ গুলি, বুকের মাঝে চিনচিন ব্যাথা ! লাল রক্ত। হঠাৎই ঠান্ডা অনুভব। অন্ধকার, অন্ধকার, আজরাঈল।

কাই বাও ? কাই ??
হামার কি দোষ?
হামিতো জমিত পানি দিবার গেইসলাম !
ঘোড়াত আইনতে যাই নাই!
কাই বাও, কাই বাও?
--------------------------------
পত্রিকার শেষের পাতায় ছোট্ট করে খবর। বিএসএফ এর গুলিতে ৫ বাংলাদেশী নিহত। পত্রুকার প্রথম পাতায় খবর ৬ টি উন্নত ঘোড়া, সাথে স্ব-পদোন্নতি প্রাপ্ত জেনারেল।
সুশিল হাসি, গনতন্ত্র , সুশাষন।
শালার ছোটলোক মড়লেই কি, বাঁচলেই কি !
দেশ এগিয়ে যাচ্ছে, টার্গেট ২০২০।

*******
ধন্যবাদ জ্বিনের বাদশা, চোখে আঙুল দেখিয়ে দেখাবার জন্য।
ঠাকুরগাঁ-দিনাজপুরের ভাষায় বলতে পারলেও লিখতে সমস্যা হচ্ছে বলে চলিত ভাষাতেই লিখলাম।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।