সোমবার, ১৩ আগস্ট, ২০০৭

ভাবনা

"একজন রাজাকার সবসময়ই একজন রাজাকার "
"একজন মুক্তিযোদ্ধা সবসময়ই একজন মুক্তিযোদ্ধা নয়"

বাক্য দুটো মনে ধরেছে। ভাবছি........................

১৯৭১ এ মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা কবি আল মাহমুদের আজকের ভূমিকা আর ৭১ এ নিরাপদ অবস্থানে থেকে পায়ের আওয়াজ মার্কা লেখা সৈয়দ হক বা ঢাকায় বসে দৈনিক পাকিস্তানে চাকুরি করা প্রয়াত কবি শামসুর রাহমান এর বর্তমান ভূমিকা।
মানুষের কতো পরিবর্তন !!

৭১ এ যে মানুষ অস্ত্র হাতে পাকি পশু মারতে গিয়েছিলেন সেই মানুষই আজ জামাত-শিবিরের কথা বলেন,
শিবিরের জলশায় কবিতা পড়েন ,
নিহত শিবির কর্মির উদ্দেশ্যে কবিতা লেখেন,
তাকে শহীদ বলে আক্ষ্যা দেন।

আজ সৈয়দ হক স্বাধীনতার কবিতা লেখেন ,
জয়বাংলা বলে শ্লোগান দেন ,
গনআদালতের উদ্যোক্তা হয়ে রাস্ট্রদ্রোহীর আসামী হন।

সময়ের পরিক্রমায় আর কতো যে দেখবো ।

এটা কি মানুষের পরিবর্তন ?
এটা কি সুবিধাবাদী নীতি ?
এটা কি উপলব্ধি?
না অভিজোযন ?

বর্তমান ভুমিকার জন্য কি অতীত মুছে যাবে ?
নাকি অতীতের জন্য বর্তমান?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।