রবিবার, ১২ আগস্ট, ২০০৭

মাথা ব্যাথা

মানুষ বলিয়া থাকে , মাথা থাকিলেই নাকি মাথা ব্যাথা হইয়া থাকে।
কিন্তু আমার তো মাথাই নেই ,
তবে মাথা ব্যাথা কেনো ?
গলার সামান্য উপরে বিরল কেশ মুন্ডিত মাথা নামক এক বস্তু আছে বটে তবে সেটাকে মাথা বলিতেই লজ্জা লাগে।

মানুষের মাথার ভেতরে গ্রে ম্যাটার নামক কি এক বস্তু আছে বলে শুনেছি,
আমার মাথায়ও সেটা আছে নিশ্চয়ই।
তবে তা হতে এমন কিছু এ ধরাধাম এমন কিছু পায়নি যে তাহাকে মাথা বলিয়া কেনোইবা নিজেকে নিজেই লজ্জা দেবো !!
মাথা না বলিয়া মস্তকই বলি তাহা হইলে !!
মস্তক বলিতেই আমার বৃদ্ধ নানীর কথা মনে আসিলো,
উনি মস্তক বলেন।
এই যেমন গরুর মস্তক, মুরগীর মস্তক।
এখন যুক্ত করিতে হইবে মাহবুব সুমনের মস্তক।

মানুষের মস্তক হইতে কতোইনা স্মৃষ্টিশীল জিনিস আবিষ্কৃত হয়।
আমার মস্তক হইতে যতোসব ফালতু জিনিস।
সেই ফালতু মস্তকেই ব্যাথা অনুভব করিতেছি বিগত কদিন যাবৎ।

বড্ড পেরেশানীতে রহিয়াছি।
প্রচন্ড ব্যাথা হইলে কথা ছিলো, কেমন যেনো ঝিম ধরা ব্যাথা।
মাঝে মাঝে মনে হইতেছে সারা পৃথিবী ঘুড়িতেছে।
ভাগ্য ভালো বমি বমি ভাবের উদ্রেক হইতেছে না।
নইলে জনগন বলিতে থাকিতো " মাহবুব সুমন গর্ববতী "।

আসলেই মাথা ব্যাথা।
চরম বিরক্তিকর।
কিছুই ভালো লাগিতেছে না।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।