বুধবার, ১ আগস্ট, ২০০৭

আজরাইলের ডাকে ইস্রাফিলের শিঙা

০০ ঘন্টা , ১ জুলাই ২০০৭
তীব্র আর্তনাদ করে উঠলো খুলনার পিপলস জুট মিলের হুইসেল,
পুরো একঘন্টা জুড়ে বাজবে এ হুইসেল,
এটা সিফট চ্যাব্জের হুইসেল ছিলা না,
এটা ছিলো মিলের মৃত্যু নিশ্চিত করে দেয়া চিরাচরিত রীতি।
আজরাইলের ডাকে ইস্রাফিলের শিঙা।

আজ থেকে পুরোপুরি বেকার হয়ে গেলো ৩৩৩৯ জন শ্রমিক।
পাওনা পরিশোধের পর শ্রমিকদের ছেড়ে চলে যেতে হবে মিল কোয়ার্টার থেকে। শুরু হবে আরেকটি অনিশ্চিত জীবন।
শীগ্রই বন্ধ হয়ে যাবে মিল স্কুল।
পড়াশুনা বন্ধ হয়ে যাবে ১৫০০ ছাত্র-ছাত্রীর পড়াশোনা।

কি আর হবে এসব অসহায় শ্রমিকের !
কি আর হবে স্কুলের ছেলে-মেয়েদের !

৩০ বছরে হাড় ভাঙা পরিশ্রমের পর হুতো চলে যেতে হবে রিক্ত হাতে সেই চির চেনা গাঁয়ে,
নয়তো রিকশা চালানো,
হয়তো ভিক্ষে করা,
নয়তো ছিনতাই-ডাকাতিতে নেমে পড়া।

কেউ দেখার নেই এদের ?
কেউ না।

ধনিক শ্রেনীর সুশিল প্রতিনিধি গীতি আরা বলেছেন " আল্লাহ দেখবেন এদের"
গরিবের আল্লায়ই ভরসা। আজকাল আল্লাহও দেখেন না এদের।
মোল্লারা বলে , আল্লাহ নাকি পরীক্ষায় ফেলেছেন এসব মানুষদের ঈমান পরীক্ষার জন্য "।
নেতারা বলেন "দুনিয়ার মজদুর এক হও "।

গীতি আরারা বলবেন আর এরা শুনবেন,
গীতি আরারা মিল প্রশাষনের নামে লুটবেন অর্ধশতাব্দি ধরে আর এরা সেই লুটের নিরব সাক্ষি হবেন,
গীতি আরারা আইএমএফ এর কথায় নাচবেন আর এরা চাকুরি হতে ছাঁটাই হবেন।
অথচ এদের ঘামে-রক্তেই গীতি আরাদের সমৃদ্ধি। এখন এরাই আল্লাহর মাল।

দেখারাম দেখে যায় খেলারাম খেলে যায়।

২টি মন্তব্য :

  1. লালসালুর ধর্মব্যবসায়ী মজিদের মতো সবাই চোখ পাকিয়ে বলবে - 'খোদার উপর তোয়াক্কাল রাখো'।
    লেখাটা ভালো লেগেছে। খারাপ লাগছে নিজের সীমাবদ্ধতার কথা ভেবে। কিছু করতে পারছি না!

    অফ টপিকে: আপনার সাইটের গেট আপ খুব সুন্দর লাগলো।

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো। ভাবনার প্রকাশটা চমৎকার। সার্বজনিন।

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।