সোমবার, ১৬ জুলাই, ২০০৭

সংসার শুরু করেছি, স্বপ্ন ও সুখ

অবশেষে সংসার জীবন শুরু করেছি।

আমাদের বিয়ের বয়স ১ বছর ৪ মাস ৬ দিন হলেও সংসার শুরু করেছি মাত্র ৮ দিন হলো। এর আগে আমি ছিলাম অস্ট্রেলিয়ায় , বউ ছিলো বাংলাদেশে।সাত সমুদ্র তের নদীর দুরত্ব।

বিয়ের পর বউয়ের সাথে মাত্র ২৫ দিন থাকার পর অস্ট্রেলিয়ায় চলে আসতে হয়েছিলো।বউ বাবার বাড়ী - শশুড় বাড়ী করে দিন কাটিয়েছিলো, আর আমি একা এখানে।

৭ জুলাই ক্যানবেরায় এসে পড়লাম প্রচন্ড ঠান্ডায়। ঢাকায় ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস আর ক্যানবেরায় ৪ ডিগ্রি। এ যেনো জ্বলন্ত চুলো থেকে ফ্রিজে এসে পরা।

বাসা তৈরিই ছিলো। টুকটাক কেনা কাটা , সংসার সাজানো। কতো যে কাজ। ভালোই লাগছে। নিজেকে পরিপুর্ন মনে হচ্ছে। মনে হচ্ছে অবশেষে বড় হয়ে গিয়েছি !

প্রচন্ড সুখী মনে হচ্ছে।
এ যেনো স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন।

৩টি মন্তব্য :

  1. সুমন ভাই:
    আপনার ব্লগে আগে একদিন উঁকি দিয়ে গেছি। পড়া কিংবা কমেন্ট করা হয়নি। আমার ব্লগে যাওয়ার জন্য সবিশেষ কৃতজ্ঞতা। কখনো সময় করে আপনার লেখাগুলো পড়ে যাবো।
    আর আপাতত: টোনাটুনির নতুন সংসারের জন্য অজস্ত্র শুভকামনা।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ শিমুল ,
    আমি কিন্তু আপনার লেখা পড়ি সব সময়ই।

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।