সোমবার, ২ জুলাই, ২০০৭

একজন নাস্তিকের প্রশ্ন , আমার কাছে

২০০৭-০২-২৬ ০৮:৫৩:৩০

2004 এ সুনামির কথা মনে আছে নিশ্চয়ই আমাদের।
2005 এর প্রথম দিকের কথা। দেশ থেকে বেড়িয়ে এসে কাজে যোগ দেবার প্রথম দিনেই বসের সাথে দেখা। বস খুব চিন্তিত ছিলেন আমাকে নিয়ে। আমাকে দেশে ফোনও করা হয়েছিল আমি বেঁচে আছি না মরে গিয়েছি জানতে!
বস একটানা কিছু প্রশ্ন করলেন
.....................
এতো এতো মানুষ মারা গেলো ! কেনো ?
ইশ্বর কি তাদের সৃষ্টি করেন নি ?
যদি সৃষ্টি করেই থাকবেন তবে কেনোই বা তাদের এভাবে হত্যা করলেন ?
কি ছিল তাদের দোষ ?
কি পাপ করেছিল নিরোপরাদ শিুশুগুলো ? আর পাপ করলেই কি এভাবে মেরে ফেলতে হবে ?

--------------------------------
আমি কোনোই উত্তর দিতে পারি নি।
--------------------------------
সুনামির পর বাংলাদেশের কিছু ইসলামজীবি রাজনৈতিক বলেছিল ওই মানুষগুলো নাকি আল্লাহ্র লানতে মারা গিয়েছিলো। যুগে যুগে এভাবে নাকি আল্লাহ্ মানুষকে শিক্ষা দিয়ে থাকেন।কি নিষ্ঠুর ও বিবেকহীন কথা ! ???
-------------------------------
সুনামিতে সবচাইতে ক্ষতিগ্রস্থ হয়েছিলো ইন্দোনেশিয়া, পৃথিবীর সব চাইতে বড় মুসলিম জনবহুল দেশ। আরো ছিল মাল দ্্বী প , সোমালিয়া।দুটোই মুসলিম দেশ।
-------------------------------
আমার বস একজন নাস্তিক।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।