বুধবার, ১৮ জুলাই, ২০০৭

ছোটবেলার গল্প

তখন খুব ছোট , গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হতো বাবার চাকুরির সুবাদে। মুক্তিযুদ্ধ দেখিনি, স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যাকে বলে আর কি। ৭১ এ পাকিস্তানি সৈন্যরা যেখানে ঘাঁটি গেড়েছিলো ঠিক সেখানেই থাকতে হতো আমাদের।

মুক্তিযুদ্ধ শেষ হবার ১০ বছর পরের কথা বলছি। মুক্তিযুদ্ধ সময়কার অনেক স্মৃতিই তখন বিদ্যমান। পাক বাহিনীর ব্যাংকারের আভাস পাওয়া যায়। বিল্ডিং এ মাঝে মাঝে গুলির আঘাত বা মাটিতে গুলির খোসা, কখনোও বা জীবন্ত গুলি। একবার পুরোনো এক কুয়ো সেঁচে প্রচুর জীবন্ত গুলি, বেয়োনেট, আর হাড়-গোড়। খুব ছোট থাকলেও ওগুলো দেখে খুব কষ্ট লেগেছিলো। পাকিস্তানী সৈন্যদের নৃশংসতার নিদর্শন। খুব ভয়ও লেগেছিলো আশে পাশের অনেকের কাছ হতে অনেক ভয়ংকর গল্প শুনে। আজো সেই কথাগুলো মনে পড়ে। মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহের সুচনা বলা যায় সে সময়ই।

1 টি মন্তব্য :

  1. bou niye fire ashlen taile? good good, vabchhilam apnare shoho shali pakrao korbo deshe giye, sheta ar holo na taile :-(

    comment peye dekhte elam, kon jon. bhalo laglo apnar virtual barite berate eshe.

    - Dhushor Godhuli

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।