এই মুহুর্তে ৪ ডিগ্রি সেলসিয়াস, আর কমবে বলে মনে হচ্ছে। প্রচন্ড ঠান্ডা পরেছে আজ এখানে। হাড় কাঁপানো ঠান্ডা, এমন ঠান্ডা যে বুকের মাঝে ঢুকে যেতে চায়।
ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে বাহিরে।
আবাহওয়ার পূর্বাভাসে বলেছে তুষার পাত হতে পারে আজ রাতে। ২০০৫ এ একবার তুষার দেখেছিলাম, পেঁজা তুলোর মতো তুষার পরছে আকাশ থেকে, দেখতে দারুন লাগে।
আজ দূপুর পর্যন্ত ঘুমিয়েছি। বিকেলে বউ সহ কফি খেতে বাহিরে গেলাম, আমি কাপাচিনো, বউ হট চকোলেট।সাথে টুকটাক উইনডো শপিং, টুকটাক গ্রোসারী শপিং।
সংসার, আসলেই মজার।
সরি,ব্লগ ভিজিট করতে একটু দেরী হলো। আপনাদের দুজনের নতুন জীবন সুন্দর ও সুখের হোক।
উত্তরমুছুনসুন্দর ব্লগ।
মানবী
দেরীতে ব্লগ ভিজিটের জন্য দুঃখিত। আপনাদের দুজনের নোতুন জীবন সুন্দর ও সুখের হোক।
উত্তরমুছুনসুন্দর ব্লগ।
মানবী
বেশ কয়েকবার মন্তব্য করার পর, একটিও তাৎক্ষনিক ভাবে আসেনি, এখন দেখছি একসাথে দুটো, কেমন আস্বস্তিকর ও উদ্ভট মনে হচ্ছ! :(
উত্তরমুছুনআগে কমেন্ট মডারেট করতাম বলে ওরকটা হতো, এখন আর সেটা হবে না
উত্তরমুছুন