রবিবার, ১০ জুন, ২০০৭

দোষ আমার, কয় দোষ বাংগালীর

দোষ আমার, কয় দোষ বাংগালীর


কিছু হইলেই কিছু মানুষরে কইতে দেখি,


হায় বাংগালী.......
বাংগালী বইলাই এরম করে......
হালার বাংগালী......
ইত্যদি ইত্যাদি।

এই সব আমার কাছে বড়ই ফালতু ও অতি আবেগময় মনে হয়।
কথায় কথায় নিজের জাতিরে দোষ দেওনটাকে হিনমন্যতায় প্রকাশ বইলা মনে করি।
বেশ কয়েকবার কিছু অজি আমারে ব্লাডি মুজলিম কয়া গালী দিসিলো তাই বইলা আমি কইবার পারি না সব অজিই মাদারফাকার।
দোস হইলেই সেই অজির, দ্যাশের আর সবগুলানের না।

নিজের জাতিসত্বা নিয়া আর যাই হোক গর্ব করন দরকার।

রেটিং:০.০/০

১০টি মন্তব্য
৮৫বার পঠিত

তিমুর বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৭:৫০:৫৫
মাসু ভাইয়ের দেখি মনখারাপ
দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৭:৫৩:৪২
কথা সত্য।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৭:৫৭:৩৮
কি হইছে? ফোন আইছে? খবর কি?
অরুনাভ বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৮:০৯:৫৯
মামা যে সমস্ত মানুষ কোন দেশ কে রি প্রেজেন্ট করে সে যদি কোন ভুল করে সে টা তার দেশ কেই উপস্থাপন করে.....একটা উদাহরন দেই....কিছু দিন আগে এক আফ্রিকান বন্ধুর সাথে মে ব্যাংক এ গিয়েছিলাম.... সেখানে কাউন্টারের ভদ্রমহিলা খারাপ ব্যবহার করায় প্রতিবাদ করা হয়..... এক জন বিদেশীর কাছে সেই ভদ্রমহিলা মালয়েশিয়াকে রি প্রেজেন্ট করছে তার ব্যাংকের সার্ভিসের মাধ্যমে..... এখানে সে অবশ্যই নিজের সুনামের সাথে সাথে ব্যাংকের এবং তার দেশের সুনাম কে প্রশ্নের সামনে তুলেছে......যারা এমন কোন জায়গায় চাকুরী করছে তারা যদি এ রকম ব্যবহার করে তবে তদের বুঝা উচিত তারা দেশের সুনাম ই নষ্ট করছে.....আমি যদি কলেজে খারাপ কিছু করি তবে আমার সাথে সাথে দেশেরও সুনাম নিয়ে প্রশ্ন উঠবে.... একই জিনিস হবে তুমি যদি তোমার কাজের জায়গায় উল্টা পাল্টা কিছু কর.....
ডাটামাইনার বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৮:১৩:৫৪
জনাব মাহবুব সুমন, আপনি কী জাতির পিতার কনসেপ্টে বিশ্বাস করেন?তাহলে জাতিস্বত্বা নিয়ে গর্ব করার আগে আপনি ১) বাংগালী না২) বাংলাদেশী তা বলুন হে গর্বিত জন ।
কাঠুরিয়া. বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৮:১৮:৩৬
ফালতু হতে পারে, আবেগময় মোটেই নয়। ব্যার্থতা। ঘৃণা। এবং শেষ পর্যন্ত ক্লান্তি।জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে নিহত হতে পারেজেড ফোর্সের নায়ক এমনভাবে নিহত হন যে মৃত দেহ পাওয়া যায়নাতাদের উত্তরসুরীরা রাজাকার-দেশদ্রোহীদের কোলে বসায় আর কলাখা(ওয়া)য়, শুধুমাত্র ক্ষমতার জন্য - -এগুলো দেখে ক্লান্ত আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হইহায়রে বাংগালী.......
ম. রহমান বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৮:৩১:২৭
অরুনাভ @সহমতআমরা যারা বাইরে আছি প্রত্যেকেই তো আমরা আমাদের জাতি কে রি প্রেজন্ট করছি, আমাকে দিয়েই তো অন্যরা আমার জাতি সম্পকে ধারনা নিবে...কেউ যদি মনে করে "আমি" খারাপ, কারো কিছু যায় আসে না...আসলে কি তাই?
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০৫-২৭ ১৯:৫৯:২৪
@ তিমুর,মন ভালো@ প্রত্যু,কোনো খবর আসে নাই।@ ডাটামাইনার,আপনার প্রশ্নের উততর দিবো না।আমি ব্যক্তিপুজায় বিশ্বাসী না।@ কাঠুরিয়া,ধন্যবাদ, তবে যে কোনো কারনেই হোক না কেনো বাংগালী জাতি নিয়ে কঠাক্ক ভালো লাগে না@ অরু মামা,খবর কি আপনের?@ ম.রহমানধন্যবাদ
অরুনাভ বলেছেন :
২০০৭-০৫-২৮ ১০:৪১:৫০
মামা খবর বেশী ভাল না.....চলছে....
আবু সালেহ বলেছেন :
২০০৭-০৫-৩০ ১৮:৩০:০১
কি আর করবেন জাত তুলে কথা বলা অভ্যাসে পরিণত হেয়েছে...

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।