বুধবার, ১৩ জুন, ২০০৭

রিপ্পি : আমার হারিয়ে যাওয়া বন্ধু

২০০৭-০১-১৪ ০০:১৭:২৯

( আমার হারিয়ে যাওয়া বন্ধু" রিপ্পিকে " উৎসর্গকরে )

রিপ্পি , আমার দেখা অন্যতম প্রতিভাবান একজন মানুষ। খুব ঘনিষ্টতা ছিল না ওর সাথে, আমি সায়েন্স আর ও আর্টস। তারপরো কেনো জানি পছন্দ অপছন্দ দুটাই করতাম।

পড়াশুনায় চরম অমনোযোগী কিন্তু প্রতিভাবান একটা ছেলে। দারুন রেজালট।স্কুলে আমার সাথে থাকলেও কলেজ ছিল ঢাকা কলেজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনে পড়তো। গিটারে অসাধারন হাত, মিউজিকে আসীম আগ্রহ।জেমস দার সাথে গিটার বাজাতো সেই সাথে মদ-গাঁজার সাথি।

হঠাৎ হারিয়ে গেলো আমাদের কাছ থেকে কোনো এক ডিসেম্বরের শীতের রাতে। ব্রেন হেমোরেজ বল্লেও মৃত্যুর পেছনে ছিল মদ খেয়ে মাতাল হয়ে মেঝেতে পড়ে মাথায় আঘাত।
ইত্যাদিতে " রিপ্পিকে মনে পড়ে " গানের মাধ্যমে পথ চলা শুরু।মৃত্যুর কিছুদিন আগেই বের হয়ে ছিল ওর প্রথম অ্যালবাম " রিপ্পি কে মনে পড়ে "।
কিছু উদ্দাম দিন ও রাত কেটেছিল ওর সাথে।
খুব রাগ করত যখন বলতাম কেনো ও জেমসদা কে কপি করে। বলত গুরুকে করব না তো কাকে করব?

আজ কেনো জানি রিপ্পিকে মনে পড়ছে খুব।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।