বৃহস্পতিবার, ১৪ জুন, ২০০৭

বাংলাদেশও বর্তমান রাজনৈতিক ধারা > পরিবর্তন ? না চলবেই ...

একজন সাধারন মানুষ হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ধারা আমাকে প্রচন্ড হতাশ করে।
সারা পৃথিবী যখন প্রচন্ড গতিতে সামনে এগিয়ে যা েচ্ছ আমরা দিন কে দিন শুধুই পিছিয়ে যাচ্ছি।
কিন্তুদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য রাজনৈতিক দলগুলোর ভুমিকাই অগ্রগন্য। দেশ কি ভাবে চলবে, কি ভাবে উন্নতি করবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে দুমুঠো খেয়ে ঘুমুতে যাবে তা নিশ্চিত করাই রাজনৈতিক দলহুলোরই দ্্বায়িত্ব।

1972 - 1975 আওয়ামি লীগ।
1975 - 1981 জেনারেল জিয়া তথা আজকের বি.এন.পি
1981 - 1990 এরশাদ তথা জাতীয় পার্টি
1991 - 1996 খালেদা জিয়া তথা বি.এন.পি
1996 - 2001 শেখ হাসিনা তথা আওয়ামি লীগ
2001 - 2006 খালেদা জিয়া তথা বি.এন.পি

স্বাধীনতার পর 35 বছরে বাংলাদেশের প্রধান দলগুলো প্রত্যকেকই ক্ষমতার পরশ পেতে দেখা গিয়েছে । কিন্তুকারো কাছ থেকেই দেশের মানুষ যা আশা করে তার কোনোকিছুই পাওয়া যায় নি।প্রত্যকেকেই দেখা গিয়েছে নিজের আখের গুছাতে।দেশের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উন্নতি হয়েছে দল গুলোর নেতাদের, আর ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসেবে আমরা যা ছিলাম সেই আছি।বোকার মতো দল গুলোর লেজুর বৃত্তি করছি।রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিছু আশা করাই এখন বোকামি , চরম ভুল।

35 বছর আগের পৃথিবীর দিকে একবার তাকালে কি দেখা যায় !35 বছর আগে পৃথিবীর অনেক দেশই আগে আমাদের পেছনে ছিল আর কোথায় তারা আজ ?আর আমরা কোথায় ?

রাজনৈতিক দল গুলো আসলে এমন কি কিছু করেছে যা দ্্বারা দেশের আমুল পরিবর্তন আসতে পারত ?হয়ত তারা নিয়েছে কাগজে কলমে কিন্তু তার বাস্তবায়ন কি তারা করেছে ?আজ সব কিছুর পুনমুল্যায়ন করার সময় এসেছে।
আজ যদি আমরা না করি তা হলে যা ছিলাম তাতেই রয়ে যাবো।
দেশের ভালো মানুষগুলো আসলে অনেক ভীতু হয়ে গিয়েছে খারাপ মানুষের দৌরত্ব্যে।
কেউ কি একজন আসবেন আমাদেরকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য ? সেদিন কি অনেক দূরে ?
২০০৭-০১-০৮ ০৮:১৩:৫৭

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।