মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

আস্তমেয়েকে বলছি ..

২০০৬-১২-২১ ০১:৪২:৫৮

আস্তমেয়েকে বলছি ..
সামহোয়ারইনে আমি এখনো আনকোরা নতুন ।লেখার চাইতে পড়ার চেষ্টা করছি বেশি।
দেশের বাহিরে থাকায় মনে হয় বাংলার প্রতি মমতা বেড়ে গিয়াছে বেশি , সে মমতা থেকেই এখানে ঢুঁ মারা।
অনেক সুন্দর মনের সুন্দর লেখার পড়শ যেমন পাই তেমন অসুন্দর মনের আভাস পাই।তর্ক বিতর্কের ঝাঁজটা উপভোগ করি।
সুন্দর কবিতা , অসমান্য গল্প বা নিজেদের এলোমেলো কথাবানী পড়ি , অনুভব করার চেস্টা করি ।

আপনার সব লেখার সাথে বা মতামতের সাথে আমি একমত হতে না পারলেও আপনার লেখার ক্ষমতা, সাহস, যুক্তি দানের উচ্ছলতা আমাকে মুগ্ধ করে।
আপনার ধর্ম চিন্তা বা স্বাধীনতা সংগ্রামের প্রতি দষ্টিভংগি আমি সমর্থন না করলেও আপনার মতামতের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি।

অনেক ব্যক্তিগত আক্রমন , প্রতিআক্রমন এখানে লক্ষ্য করেছি , কিন্তুআজ যে নোংরামি আমি দেখলাম তা আমাকে মমর্াহত করেছে ।

ঠিক করেছিলাম ও ই নোংরা পোষ্ট মুছে ফেলা না হওয়া পর্যন্ত কিছু লিখব না , কিন্তু চুপ করে থাকার মানে হল পরাজয় মেনে নেয়া, নোংরামি কে প্রশয় দেয়া, তাই লিখছি ..

আস্তমেয়ে ,আপনি মন খারাপ করবেন না , মনে আছে তো কি আপনাকে বলেছি ?? সামনে এগিয়া যান , আপনার যুক্তি কে প্রতিষ্ঠিত করুন , এসব জীবনের চলার পথে আসবেই , হাতের ময়লার মত ঝেড়ে ফেলুন এসব কে।

আর যে নোংরা জারজটা এসব করছেন তার প্রতি ঘেন্না ছাড়া আর কিছু বলার নাই , এর প্রতি বাক্য ব্যয় করা মানে সময় নষ্ট , সময় নষ্ট করার ইচ্ছা আমার নাই।
কুকুর কামড়ালে তো আর তাকে কামড়ানো যায় না , কিন্তু কুকুর পাগল হলে তাকে গুলি করে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না ।যদি আপনি মায়ের সন্তান হন, তা হলে সামনে আসুন ?

মাহবুব সুমন
ক্যানবেরা
21 ডিসেম্বর 2006

রেটিং:০.০/০
৪টি মন্তব্য
১৬১বার পঠিত

অতিথি বলেছেন :
২০০৬-১২-২১ ০৮:০১:৩৯
গুড পোস্ট। আমিও সকালে এসেই এ ধরনের একটা পোস্ট দিয়েছি। চুপ থাকা কোন সমাধান নয়।
অতিথি বলেছেন :
২০০৬-১২-২১ ০৮:০১:৪২
চমৎকার খোলা চিঠি।আপনার জীবন বোধ, মানুষের প্রতি সম্মান প্রদর্শন থেকে শিখার অনেক কিছু আছে।আমিও কিছু শিখলাম এটা থেকে।শুভ কামনায়।
অনিক বলেছেন :
২০০৬-১২-২১ ০৮:১৭:৩৩
ভাল লিখেছেন।
অতিথি বলেছেন :
২০০৬-১২-২১ ০৯:১৬:৩৮
আমি এমনিই ইমোশনাল মেয়ে। এই ধরণের ইমোশনাল লেখা পড়ে নাটক করি কিন্তু! অনেক ধন্যবাদ ভাইয়া। খুব প্রয়োজনীয় কথাগুলো বলার জন্য, আমার সাথে একটু হাসার জন্য, যখন প্রয়োজন ছিল। থ্যাঙ্ক য়ু। :)

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।