বৃহস্পতিবার, ১৪ জুন, ২০০৭

বাংলাদেশ ও রাজনীতি " বর্তমান ও ভবিষ্যত " আমার ভাবনা

রাগ ইমনের আপাত রাগী লেখা দেখে আমারো কিছু লেখার ইচ্ছে হোলো।
কোনোরকম তাতি্বকতা ছেড়েই এলেবেলে এ লেখা এবং একান্তই আমার চিন্তা - চেতনা প্রসুত।

বর্তমানে যে তত্বাবধায়ক সরকারের শাসন চলছে তার স্বপক্ষে আমি পুরোপরি। যে অচলাবস্থা চলছিল তার নিরসন দরকার ছিল আশু এবং তার ফল হিসেবেই ড. ফখরুদ্দীন ের নেতৃত্বধীন সরকার। দিস্তার পর দিস্তার কাগজতো খরচ করেছিলেন তো কলাম লেখকরা বা আমরা সামহোয়ারইন সাভর্ারের মেগা বাইটের পর মেগাবাইট তো ব্যব হার করেছি , কোনো সমাধান তো দিতে পারিনি। আমি মনে করছি এ তত্বাবধায়ক সরকার অনেক দিনই থাকবে এবং তা থাকা দরকার।

অবশ্য এর কার্যকর্মের উপরও নির্ভর করবে এর মেয়াদকাল। আপাদ দৃষ্টিতে মনে হচ্ছে এ সরকার সময় নেবে , তবে সময়কাল এ মুহুতেই বলা সম্ভব না।

আর জলপাই ওলাদের প্রভাব? সেটা সব সময়ই ছিল।ভবিষ্যতেও থাকবে যতদিন না পর্যন্ত আমাদের অর্থনীতি ও গনতন্ত্র সবল না হয়।

বিউটি আপা ও আনু ভাইদের প্রভাব ? সেটাও একি ভাবে বলা যায়।সটা সব সময়ই ছিল।ভবিষ্যতেও থাকবে যতদিন না পর্যন্ত আমাদের অর্থনীতি ও গনতন্ত্র সবল না হয়।

সাধারন মানুষ তত্ব বিশ্বাস করে না ম করে প্রয়োগে। দেশের রাজননৈতিক দক গুলোর যারাই ক্ষমতায় ছিল তারা সবাই তা পূরন করতে ব্যার্থ হয়েছে।

মানুষ তো বিকল্প খুঁহবেই , আর এটাই স্বাভাবিক।
মানুষ শান্তি চায় আর সে শান্তি যে ভাবেও আসুক না কেনো সেটা তাদের মাথা ব্যাথা না।
মানুষ চায় 3 বেলা পেট পুরে খেয়া ছেলে পুলে নিয়ে শান্তিতে ঘুমুতে ।তবে পাবলিকে এতো বোকা ভাবা ঠিক না,
ইতি হাস প্রমান করে যে বাংলার মানুষ বোকা না।
২০০৭-০১-২১ ০৪:৩৬:১০

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।