বুধবার, ১৩ জুন, ২০০৭

অসহায় অনুভব

:আমি তোমার সাথে সামনা সামনি কথা বলতে চাই।
::উহু সম্ভব না।
:কেনো সম্ভব না ?
::বাসা থেকে বের হতে দেবে না।
:আমি হাজার মাইল পারি দিয়ে তোমার কাছে চলে আসতে পারি আর তুমি পারবে না 10 মিনিটের জন্য বের হতে ? এইকি তোমার ভালোবাসা ?
::ভালোবাসা কি সেটা তোমাকে আমায় শিক্ষা দিতে হবে না।
:শেষ বারের মতো বলছি , পারবে কি পারবে না। আমার হাতে সময় খুবি কম।
::দেখি ।
: দেখি না , বলো কখন ও কোথায় ?
::বল্লামতো দেখি।
:কি শুরু করলে ?
::আচ্ছা বিকেলে রাইফেল স্কোয়ারের সামনে আসবো আন্টির বাসায় যাবার নাম করে।
:একা ?
::নাহ্, পাগল! সোমা কে নিয়ে আসবো।
:ওকে , তোমার ইচ্ছা, সবিতো তোমার ইচ্ছা তে চলছে , এটাইবা বাদ রইবে কেনো।

:বলো এখন কি করবে?
::জানি না।
:জানি না মানে ?
::বল্লামতো জানি না।
:সবকিছুই তো হয়ে গেলো, বিয়ে করবে কি করবে না?
::সম্ভব না।
:কেনো না ?
::সম্ভব না।
:কি বলছো ?
::হা বলছি , বাসায় কেউ রাজি না, আমি সবার মতের বিরুদ্ধে কিছু করতে চাই না।
:আমি সব কিছু বুঝতে পারছি। কোর্টম্যারেজ ?
::পাগল হয়েছো নাকি ?
:পাগল কেনো ?
::এটা সম্ভব না কোনোমতেই।
:আচ্ছা , এটা সেরে রাখি, পরে সব কিছু স্বাভাবিক হলে আনুষ্ঠানিক ভাবে করা যাবে।
::বল্লামতো সম্ভব না।
:এটাই কি তোমার শেষ কথা?
::হাঁ।
::হাত ধরছো কেনো ?
:এমনি।
:কিছু খাবে?
:: নাহ্, খিদে নেই।
:শেষবারের মতো কিছু ?
::বল্লামতো না।
:তা হলে উঠা যাক।
::হাঁ চলো, সন্ধা হয়ে যাচ্ছে।

এটাই ছিল ছেলেটার সাথে মেয়েটার শেষ দেখা। শেষ কথা সামনা সামনি।মেয়েটা চলে যাচ্ছে, ছেলেটা করুন দৃষ্টিতে শুধুই চেয়ে।বুকের ভেতরে কি হচ্ছে সে শুধু সেই জানে।

২০০৭-০১-২৬ ১০:১১:০৫

1 টি মন্তব্য :

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।