বৃহস্পতিবার, ১৪ জুন, ২০০৭

ছোট গল্পের প্লট : বড় দারোগা

থানার ছোট্ট অফিস ঘরে বসে বসে বড় দারোগা ঘামছেন, চার খলিফার এক খলিফা এসে হুমকি ধামকি দিয়ে গেল।
মনটাই খেঁচে আছে,
শালা...বয়স মাত্র 24 , সদ্য সারদা শেষ করেই ও.সি হিসাবে সরাসুরি পোষ্টিং।
মনে পড়ছে মুক্তিযুদ্ধের দিন গুলোর কথা, চার খলিফার 3 খলিফাই তার সাথে ফ্রন্টে ছিল, আরেকজন পার্কস্ট্রিটের ফ্রিডম ফাইটার।
এই 3 বছরে কি পরিবর্তনই না সবার মাঝে।
ক্ষমতাই কি পরিবর্তন করে দেয় সবাইকে ? কি জানি।
বিকালে রক্ষি বাহিনীর ক্যাম্পে যেতে হবে একটু।ক্যাম্প কমান্ডারের তলব।
এদিকে আবার সর্বহারাদের আনাগোনা বেড়ে গিয়েছে খুব। কোন দিন যে থানা অ্যাটাক হয় বলা যায় না। সেই দিন গুরুদাসপুর থানা লুট হয়ে গেলো দিনে দুপুরে। ঘুমানোর সময়ও সাথে স্টেন গান নিয়ে ঘুমাতে হয়।কি যে দিন কাল পড়েছে !
মাঝে মাঝে মন টাই খারাপ হয়ে যায়। কি সব আগুন ছেলে সব, বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষিত সব ছেলে।
সেই দিন রক্ষি বাহিনীর ক্যাম্পে গুলি খাওয়া ছেলেটার কথা মনে পড়ে যাচ্ছে। বলেছে ক্রসফায়ার, কিন্তুসারা শরীরে টর্চারের দাগ।
------------
মাহবুব সুমন
12 জানুয়ারি
ক্যানবেরা।
২০০৭-০১-১২ ০৬:৩৯:৩৬

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।