বুধবার, ১৩ জুন, ২০০৭

ভালোবাসার চিঠি

প্রিয়তা আমার,
আজ আমায় তোমাকে লিখতেই হবে।
মহাসমুদ্্রসম দুরত্বেতুমি আমি, এইতো আমি।
দেখতে কি পাচ্ছো না তুমি?
তুমি মিশে আছ আমার শরীরের রন্ধ্রেরন্ধ্রে,
কল্পনার খাঁজে খাঁজে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুমি।
জানো কি এ কথা?
কল্পনায় তুমি,
ভাবনায় তুমি।
অনন্তচেষ্টা আমার , তোমায় ভুলে থাকার, পারি না,
আজ আমায় তোমাকে লিখতেই হবে। ।
আমার প্রানেশ্বরী , আমার লক্ষ্যি বউ,
তোমার মায়াময় মুখের সেই হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেবে,
ভুলিয়ে দেবে সব বিচ্ছেদের বেদনা।
তোমার হাতের স্পর্শআমায় জাগিয়ে তুলবে, তোমার ঠোঁটের স্পর্শআমায় উদ্্বেলিত করবে।
কতদিন দেখিনা তোমায়!
ইতি তোমারই প্রিয়

২০০৭-০১-২৮ ০২:২২:৩২

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।