২০০৭-০১-১২ ১১:১৭:৪০
ক্যানবেরাতে তখন প্রায় নতুন।
একদিন দুপূরে ক্যানবেরা সিটি সেন্টারের ফুড কোর্টেম্যাকডোনালডের কিউয়ে দাঁড়িয়ে আছি। প্রচন্ড খিদা,অন্যান্য ফাস্ট ফুড চেইনের মধ্যে ম্যাককেই সবচেয়ে সস্তা বলা যায়।
বেশ ভিড় আশে পাশে।
সামনে তাকিয়ে দেখি স্টিভ ওয়া, আমিতো অবাক, সেও কিউয়ে !!
তেমন জটলা নেই তাকে ঘীরে, সবাই তাকিয়ে দেখছে কিন্তু অহেতুক কোনো বাড়াবাড়ি নেই যা বাংলাদেশে হতে পারতো।
কোনো বিদেশী ক্রিকেট স্টারকে সামনা সামনি দেখেছিলাম প্রথম বারের মতো।
পরে না চোখের পলক, এ রকম অবস্থা আমার।
ভাবছিলাম বাংলাদেশে এরকম হলে কি রকম হতো!
স্টিভ ওয়াকে কি কিউয়ে দাঁড়াতে হতো ?নাকি তাকে নিয়ে ঠেলাঠেলি পড়ে যেতো?কি জানি।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।