মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

ব্লগারগনের সাথে মোলাকাত ১ ( ত্রিভুজ ও রাগ ইমন ইস্পেশাল)

সন্ধ্যায় ভাস্করদার বাসায় যাবার কথা ছিলো, সাথে প্রত্যু।

প্রত্যুর সাথে মোলাকাত রাজলক্ষির সামনে। ফোনে আলাপ বা চ্যাটিং হলেও সামনাসামনি প্রথম দেখা। প্রথম মোলাকাতের ভেনু ঠিক ছিলো রাজলক্ষির সামনের ফার্মেসীর সামনে। ছবি দেখাতে চিনতে সমস্যা হয়নি। দেখি বিড়ি ধরাচ্ছে। মজার এক মানুষ। অবশ্যই আমার পছন্দের একজন মানুষ প্রত্যু।

ভাস্করদার সাথেও চ্যাটিং এ আলাপ হতো মাঝে মাঝে, ছবিও দেখেছিলাম আগে। ৬ তলায় ঘেমে নেয়ে উঠতেই ভাস্করদা দরজা খুল্লেন। দেখেই ভালো লাগলো, মনে হোলো অনেক দিন থেকেই পরিচয়।

মৌসুমের সাথেও পরিচয় হোলো। কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই ভালো লাগে। এই দুই টোনা-টুনি সে রকম এক পছন্দ।

বউকে শশুড় বাড়ীতে রেখে আধা ঘন্টার ছুটি নিয়ে বেরিয়াছিলাম। কথা ছিলো আধা ঘন্টা থাকবো ভাস্করদার বাসায়। সেই আধা ঘন্টার কথা বল্লেও শশুড় বাড়ী গিয়েছিলাম সাড়ে তিন ঘন্টা পর। পরবর্তি ইতিহাস বড়ই নির্মম ও কষ্টের। ঝাড়ুর বাড়ি খেয়েছিলাম কিনা সেটা বলা যাবে না। তবে সবার সামনে সার্ট খুলতে পারছি না।(বিয়ের আগেই ভালো ছিলাম , স্বাধীনতা ছিলো)।

ভাস্করদার বাসায় গিয়ে শুনি আরো আসছে।
আরিফ জেবতিক, জানতে চাই, মাশিদ এবং বিখ্যাত/কুখ্যাত দুই ব্লগার " রাগ ইমন ও ত্রিভুজ " । আরো আসছেন কৌশিকদা। এর পর কিসের শশুড় বাড়ী , কিসের কি । সব ভুলে বসে থাকলাম ভাস্কর দার বাসায় ।
চল্ল তুমুল আলাপ ভাস্করদার সাথে। খুব ভালো লাগছিলো। রুমে প্রথম ঢুকলো মাশা, এর পর গুরু আরিফ জেবতিক, আবু সালেহ, জানতে চাই, মাশিদ । সবার শেষে রাগইমন ও ত্রিভুজ।কিছুক্ষন পর আসলেন কৌশিকদা ও অন্যমনস্ক শরত। রাগইমন ও ত্রিভুজকে দেখে আমি মুগ্ধ। রাগইমন যে আসছেন সেটা বুঝতে পারছিলাম সিড়িতে উনার পদধ্বনি শুনেই। ত্রিভুজের খুরধ্বনিও শুনতে পাচ্ছিলাম হালকা।
-------
সবার মতো আমিও এটা ২ পর্বে ভাগ করলাম, শেষ পর্বে সমাপ্য।
রেটিং:৪.৫/২
১৯টি মন্তব্য
২২৩বার পঠিত
বেন্ড হারাধন বলেছেন :
২০০৭-০৪-২৩ ২৩:২৭:১৬
খুরধ্বনি না ম্যা ম্যা
ধুসর গোধূলি বলেছেন :
২০০৭-০৪-২৩ ২৩:৩০:৪২
হুমমম, ভালোই মজা করছেন!বিয়া করছিলেন ক্যা, তখন যে মানা করছিলাম শুনলে ভালো হইতো না? যাইহোক, আপনের শালি কেমন আছে? আমার আদর-শুভেচ্ছা দিয়েন।
হোসেইন বলেছেন :
২০০৭-০৪-২৩ ২৩:৪৫:৩৬
আমি ভাবছিলাম,আপনারা ছাগলের মাংস দিয়া খিচুড়ি খাইয়া ফালাইছেন আর দেশের একটা উপকার করছেন দেশে আইসাই।
বেন্ড হারাধন বলেছেন :
২০০৭-০৪-২৩ ২৩:৪৮:৫২
এই ছাগলের মাংস না খাওয়া ভালো !হজমে অসুবিদা হইব!
নজমুল আলবাব বলেছেন :
২০০৭-০৪-২৩ ২৩:৫২:০৯
আহারে মামু আমার... বেশি হয়ে গেছে নাকী সুমন ভাই...
হোসেইন বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:০২:১৬
আরে আপনি চিন্তা করেন কতোগুলা বিশাল দেহী জুটছিল ঐখানে। একটা ত্রিভুজ..স্যরি ছাগল হজম করতে পারব না,কী বলেন?
মম বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:১০:৪৬
মোসুম কা? ভাসকার ভাি ামাগো ডা্বাট ডিবান না?
মম বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:১৪:৫৮
ভাসকার ভাি মৌসুম কি আপনের বৌ?
বেন্ড হারাধন বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:১৭:৪৯
হোসেইন বুইড়া ছাগল হজম করা ডিফিকাল্ট
হোসেইন বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:২৪:২১
ত্রিভুজ তো কইল,ভাস্কররা প্রেশার কুকার ব্যবহার করে।না পারার তো কিছু নাই।
হোসেইন বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:২৫:৫১
মম,মৌসুম ভাস্করের বউ।আপনার কোন চান্স নাই।
বেন্ড হারাধন বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:২৬:২৯
এই ছাগল প্রেশার কুকার দিয়া হইবনা?
চোর বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:৩৫:৩৮
রাগ ইমন আর ত্রিভুজ কি একসাথে একটু লেটে আসছিলো?
অরূপ বলেছেন :
২০০৭-০৪-২৪ ০০:৪০:৩০
ক্যান চোর্দা?
ফরিদ বলেছেন :
২০০৭-০৪-২৪ ১০:০৪:০৫
রাগ করেছি,মাইন্ড খাইসি, নাম্বার ওয়ান, আমারে কেউ খবর দেয় নাই; দুই আপনেও দেশে আইসা ভুইলা গেসেন আমারে।
অঃরঃপিঃ বলেছেন :
২০০৭-০৪-২৪ ১০:৩৯:৪৩
হাহাহা, ধ্বণি দিয়ে যায় চেনা। জটিল লিখছেন
চোর বলেছেন :
২০০৭-০৪-২৪ ১২:২৭:১৩
নেক্সট?
ঝড়ো হাওয়া বলেছেন :
২০০৭-০৪-২৪ ১২:৪৩:৩০
প্প্বষপ্প্ব্ত্রপ্প্বগু !!! :(
বকলম বলেছেন :
২০০৭-০৪-২৪ ১৩:১৪:৩৫
ছবি কই? ভিডিও কইরা ইউ টিউবে দিতে পারলে আরো ভাল হয়।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।