মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

মনপাখি

২০০৬-১১-০১ ১১:৫৬:৫২

মানব মন বড়ই রহস্যময়। কে কখন কি চায় ,কে কখন কি ভাবে তা বুঝি স্বয়ং ঈশ্বরও জানেন না ।
মানব মনের এ অজানা রহস্য জানার জন্য কতো চেষ্টাই না করেছি ।

একদিন নিজেকে নিজেই প্রশ্ন করলাম ....

আমি কে ?
কি চাই আমি ?
কোথায় আমার গন্তব্য ?
কেনোই বা এলাম এ দুনিয়ায় ?
সেকি শুধু নিজের সুখের লাগিয় া ?
নাকি ওপরওলার খেলার পুতুল আমি ?
ভাবতে ভালই লাগে ।

সারাটা জীবন শুধু েকটে গেলো কিসের পানে চাহিয়া?
সেকি সুখ নাকি শান্তি?
ভাবী আর ভাবী ... কেটে যায় কত রজনী ..কত দিবা.....অংক আর মেলে না ..এ যেনো সেই বানরের তৈলাক্ত বাঁশে ওঠার ঐকিক অংকের মতো... 1 ফুট উঠিতো 3 ফিট নেমে যাই।
তারপরো অবুঝ মনে ভেবে যাই ।

রেটিং:০.০/০
২টি মন্তব্য
১০৫বার পঠিত

অতিথি বলেছেন :
২০০৬-১১-০৫ ১৮:০২:৪৩
খুব শক্ত কথা!
অতিথি বলেছেন :
২০০৭-০২-১৭ ১১:২০:৫১
আর যে কিছু করার নাই।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।