মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

ক্যানবেরার গল্প : কাল রাতে দেখা স্বপ্ন

২০০৬-১২-১৯ ০৭:৪৪:১৯

ক্যানবেরার গল্পকাল রাতে একটা ভয়ানক সুন্দর স্বপ্ন দেখলাম !
পার্ট 1 ছিল , আজ রাতে শেষ করব বলে আশা করছি ! দেখলাম আমি আরেকটা বিয়ে করে ফেলেছি ! আরেকটা বলার কারন আমি অলরেডি বিবাহিত । বেশি দুর আগাতে পারি নাই , আগানোর আগেই ঘুম ভেংগে গেল , শালার ফোন কল। মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল ।সমস্যা হলো স্বপ্নর কথা বউকে বলে ধরা খাইছি , বউতো ভেবে বসে আছে আমি কি না কি করি এখানে । আর কার প্রতি অনুরক্ত !তবে যাই বলেন স্বপ্নটা মারাত্মক ।

রেটিং:০.০/০
১৬টি মন্তব্য
১২৪বার পঠিত

তিমুর বলেছেন :
২০০৬-১২-১৯ ১৩:৫৩:১২
বড় সাংঘাতিক স্বপ্ন । তয় ব্লগে যা বলবেন সব বউকে বলবেন না, বিপদ আছে...
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১৯ ১৩:৫৬:১৮
বউ ব্লগে আসে না , বাচাইসে , আসলে কি আর স্বপনের কথা বলি !!!!!!!
তিমুর বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:০১:৪২
ব্লগে যাহা বলা যায়, বউকে তাহা বলা সবসময়ে সমীচিন নহে । সমঝা?
তিমুর বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:১৪:৩২
থোরা গুড বয় ! (আরেকবার বিয়া করলে আমার ৫০০ টাকার থুক্কু ৫০০ অসি ডলারের ফর্মুলাটা লিখবেন দাওয়াতের কার্ডে)
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:১৫:২০
হ রে ভাই, স্বপ্নের কৈকয়ীরা বড়ই সৌন্দজ্জ্য হয়!
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:২১:৩২
@তিমুর,আবার জিগায় ..তিমুর থিউরিভারসন 1.1
তিমুর বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:২৩:৩৭
১.২ টাও আসতেসে...(পকেটে গেটমানি না থাকলে অর্ধচন্দ্রের জন্য দাওয়াতকারী দায়ী থাকিবেন না)
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:৩৭:২৭
পুরা ধরা!বিয়া কোনদুঃখে? আমরা অহনো মাসলেভেলে বাঙালি চিন্তাভাবনার সীমাবদ্ধতা থাইকা বাইরাইতে পারলাম না। যা করনের তা তো এমনিতেই করা যায়; খামাখা বিয়ার ঝককি ক্যান? তারপরে আবার সেই কথা বউরে কইতে গেছেন!! ভাবীর হাতে আপনের অদূর ভবিষ্যতে ঝাড়ুপেটার দৃশ্য কল্পনা কইরা আমার চক্ষু ফাইটা কান্না আইতাছে। পরের পার্টটা আইজ রাইতে দেইখা ভাবীরে বলেন, ওই মিয়া আপনারে জোর করছিলো, আপনি ভাবীর কথা মনে কইরা পালাইয়া আইছেন। ওইদিকে ইচ্ছামত...হে হে
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৪:৩৮:১৮
মিয়া-> মাইয়া (মিয়া বললে ডাবল বিপদ!!)
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৫:০৫:০০
তাও ভাল শুধু বিয়ে করেছেন, বাসর রাত পর্যন্ত যাননি...
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১৯ ১৫:১৪:৪০
চান্স পাইনি বস, মাঝে ফোনটা এসে গেল ।কষ্টে আছি আইজুদ্দিন
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১৯ ১৫:২৮:১৮
@নীল সাগর,বাংলায় কমেন্ট দয়া করে, আমার ব্লগে আমি ইংরেজি মতামত নীতিগত ভাবে পছন্দ করি না , এটা মুছে দিব পরে , মনে কিছু নিয়েন না
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৫:৩৪:১২
নিরাশ হৈয়েন না।সেকেন্ড পার্ট তো এখনো বাকি আছে... লাগে রাহো!
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৬:৩৪:৪৪
মাহবুব,আপনার জন্য একটা পোস্ট করছি। ইনি হচ্ছেন বিরুপাক্ষ পাল। হঠাৎ তার লেখা দেখলাম। কলেজে তিনি আমাদের কয়েক ব্যাচ সিনিয়র ছিলেন। থাকেন আপনাদের ওদিকেই। প্রবাসী বচন ভালই লাগবে। বড্ডো রসিক মানুষ।
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১৯ ১৬:৫৪:৩২
বিরুদার 2 টা বই পড়েছিলাম আনেক আগে , বিতর্কের একটা ওয়ার্কশপও করেছিলাম , তাও সেই 13 বছর আগে,পোষ্টার লিংক দিয়েন পারলে।ধন্যবাদ
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১৭:২৭:৫৫
হা হা হা আ হা ‡র ‡বচারা?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।