মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

ক্যানবেরার গল্প ঃ আজ ঈদ করলাম

২০০৬-১২-৩০ ০৫:৫২:৩৩

ভেবেছিলাম রবিবারে ঈদ হবে , সেভাবেই সব কিছুর প্রস্তুতি ছিল । বৃহস্পতিবারেও জানতাম রবিবার ঈদ ! শুক্রবার দূপুরে ই-মেইলে দেখি 'ক্যানবেরা ইসলামিক সোসাইটি' বলছে শনিবার ঈদ , মেজাজ টাই খারাপ হয়ে গিয়েছিল । শালা....ঈদের নামাজ পড়তে পারিনি , এ জন্য খারাপ লাগছে খুব।
কাজ শেষ করে এসে রান্না করলাম । পোলাও , গরুর মাংস, ঈলিশ মাছ ভাজা, চিংড়ি ভুনা , সালাদ এবং কাস্টার্ড !!
অবাক হ েচ্ছন ? আমি কিন্তুভালো রান্না পারি , কয়েকজন বন্ধুকে আসতে বলেছিলাম েখতে ।

কারো বাসা যেতে ই েচ্ছ করেনি। কিছুক্ষন আগে ফোন আসলো 8 জন বন্ধু আসছে অ্যাডেলেইড থেকে , ঈদের রাতটা মনে হয় ভালোই যাবে। আহ হা....বন্ধুরা যা েচ্ছ সিডনী নোতুন বছর উদযাপন করতে, আমারো যেতে ই েচ্ছ করছে , যেতে পারব না মনে হয় !

কাল কিছু বাংগালি ঈদ করছে, সময় পেলে কালো আমার ঈদ !

ওরাল স্যালাইন , এন্টাসিড মজুদ আছে তো ? আর মনে রাখবেন কোরবানির মাংসে কিন্তু গরিব মানুষদের হক আছে ।
পশু কোরবানি দেবার সাথে সাথে আসুন আমরা আমাদের ভেতরের পশুটাকেও কোরবানি দেই।
চান্সে একটা লেকচার দিলাম।মাইন্ড কইরেন না ।

সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা ।

ঈদ মোবারক

মাহবুব সুমন
ক্যানবেরা
30 ডিসেম্বর 2006

রেটিং:০.০/০
৮টি মন্তব্য
৮০বার পঠিত

অতিথি বলেছেন :
২০০৬-১২-৩০ ১২:০০:৫৪
ঢাকা,চাঁদপুরসহ বাংণাদেশের কয়েক এলাকায়ও আজ ইদ হয়েছে।
অতিথি বলেছেন :
২০০৬-১২-৩০ ১২:০১:৩৭
স্যরি ,বাংলাদেশ হবে।
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-৩০ ১২:০৯:৩১
সৌদি বদুগো মতন হেরাও বদু হইবার চায়
অতিথি বলেছেন :
২০০৭-০১-০১ ০৩:৩২:২৮
আরে তাইতো, আপনারাও দেখছি বদুদের সাথেই ঈদ করলেন। (হাসি)দেরি হওয়া ঈদ মোবারক এবং তাজা নববর্ষের শুভেচ্ছা।
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০১-০১ ০৭:৩০:১৯
বদু শব্দটা কোথায় শিখলেন?আর এরা বদু হবে কেন? চাঁদ দেখেই তো ঈদ পালন করা হয় এখানে। রাজনীতি কালো হাত ওখানেও আছে?
সুর বাংলা বলেছেন :
২০০৭-০১-০১ ১৩:০৫:৩৭
Happy New Year 2007
অতিথি বলেছেন :
২০০৭-০১-০১ ১৩:১২:৫৫
এটা আসলে রাজনৈতিক মতবিরোধ না রে ভাইডি, আমাদের মুসলিমদের বুদ্ধি বেশি তো তাই ভেবে ভেবে বের করলো, চাঁদ উঠা তা কই উঠতে হবে? কোন সীমানার ভিতরে? প্রসাশনিক সীমানার জন্য সিডনী আর পার্থেভিন্ন দিনে চাঁদ উঠলেও ঈদ একই সাথে, অথচ নিউজিল্যান্ডের ক্ষেত্রে কথা সত্য না। তাইলে? তার মানে কি নিউজিল্যান্ড গেলে মানুষ মুসলিম উম্মাহর বাইরে চলে যায়? এই টাইপের ট্যালেন্টেড কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন!তবে ব্যাপারটা বিরক্তিকর। চরম বিরক্তিকর!
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-০১ ১৩:১৬:৫২
রাজনীতি তে নাই আমি আর

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।