বৃহস্পতিবার, ১৪ জুন, ২০০৭

আমার সিগারেট ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

আজ দুপূরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সম্পর্কেজানতে চেয়েছিলাম সবার কাছে।

সুনির্দিষ্ট কোনো ধারনা না পেলেও বুঝতে পেরেছি তা এতই ন গন্য যে এই আকালের বাজারে তা বলতে অনেকেই কষ্ট বা লজ্জা পান।

ধরে নিলাম তা সর্বসাকুল্যে 5,000/ মাস।
5000 * 12 = 60,000/বছর।
আমার সিগারেটের পেছনে খরচ টাকার হিসেবে 5,500/মাস5500 * 12 = 66,000/বছর।
তার মানে দারাচ্ছে ,আমি যে টাকা বাতাসে উ ড়িয়ে দেই বছরে তা দিয়ে একজন শিক্ষক সংসার চালান সারা বছর।

হঠাৎ কেনো জানি ছোটবেলায় পড়া পন্ডিত মশাই ও লাট সাহেবের কুকুরের গল্পের কথা মনে পড়ে গেলো।যে মানুষগুলো কষ্ট করে সারাটা জীবন দিয়ে দেন আমাদের মানুষ ( ! ) করার জন্য তার কষ্টের উপার্জনের সম পরিমান টাকার সিগারেট আমি ফুকে উড়িয়ে দেই।
ভাবতেই লজ্জা ও কষ্ট লাগছে। নিজেকে কেমন জানি মনে হচ্ছে।

আপনারা কি ভাবছেন এত সব ভেবে আমি সিগারেট ফুঁকা ছেড়ে দেব!নাহ্ !! এসবই হলো অলস মস্তিস্কের ভাবনা, টিপিক্যাল মধ্যবিত্ত সুলভ কথা।
এখন হয়ত ভাবছি , কষ্ট লাগছে , কিছু ক্ষন পরে সবি ভুলে যাবো।
আরেকটা সিগারেট ধরিয়ে অন্যকিছুনিয়ে ভাববো।
কিন্তু বিবেক? সেও কি ভুলে যাবে?
২০০৭-০১-০৯ ০৬:০৪:৩২

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।