বুধবার, ১৩ জুন, ২০০৭

রুটি এবং কষ্ট

২০০৭-০১-০২ ০০:১৫:২২

রুটি বানানো শিখছি মহা উৎসাহে , আকৃতি যাই হোক না কেনো ,নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ ।

রুটি খাবার সময় হঠাৎ মনটা খারাপ হয়ে গেল।বেশ অনেক বছর আগের কথা ।
আরিচা ঘাট ,ঈদ করার জন্য গ্রামের বাড়ি যাচ্ছি সবাই, অনেক সংগ্রামের পর ফেরিতে ওঠার সুযোগ পাওয়া গেল , সে এক অন্যরকম অনুভূতি , যুদ্ধ জয়ের মতো কিছুটা ।
ফেরিতে উঠে সবাই মিলে ম হা আনন্দে চালের আটার রুটি ও মুরগির রান চিবুচ্ছি ।

গাড়ির পাশে দেখতে পেলাম একজন মানুষকে, সাথে একটা পুটুলি , সে খানে হয়তো আছে মেয়ের জন্য কেনা লাল জামা বা বউ য়ের জন্য কেনা একটা শাড়ি । শক্ত লাল আটার রুটি খাচ্ছে সে, শুধুই রুটি , সাথে কিছুই না! খুবি সাধারন একজন মানুষ , সেই মানূষদের একজন যাদের আমরা মফিজ বলে উপ হাস করে মজা পাই । সেও ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে আমাদের মতো , সারাটা বছর হাড় ভাংগা খাটুনি খেটে বাড়ি যাচ্ছে ।রুটি খাবার সময় হঠাৎ করে মনে পরে গেল আজ তাঁর কথা।

নিজেকে নিজের কাছে কি রকম জানি মনে হচ্ছে এখন, কতো আরামে আছি , বড় বড় কথা বলে বাহাবা নিচ্ছি , দেশের কথা ভেবে ভেবে ক্লান্ত হচ্ছি ।
কদিন ধরে কি জানি হয়েছে আমার, বুঝতে পারি না , অলস মস্তিস্কে র আলাপন ? নাকি শেকড়ের সাথে সাথে যুদ্ধ !

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।