২০০৬-১২-২৭ ০৯:৩৮:৫১
3 বছর ধরে ক্যানবেরায়, কি ভাবে যে 3 টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না । যন্ত্রের মতো জীবন , মাঝে মাঝে হাঁপিয়ে যাই ।
সামনে ঈদ আসছে , 31 ডিসেম্বর ।
গত রমজানের ঈদে নামাজ পর্যন্ত পড়তে পারি নাই , যেতে হয়ত পারতাম, কেনো জানি ইচ্ছা হয়নি ।কারো বাসাতেও যেতে ইচ্ছে হয়নি , কারো সাথে দেখাও করি নি ।সারাটা দিন বাসায় মন খারাপ করে বসে ছিলাম ।
খুব ইচ্ছে করছিল সেমাই খেতে , হয়ত নিজে রান্না করে খেতে পারতাম , তাই বলে কি মায়ের হাতের মতো কি কিছু হয় ?
রাতে দেশে বাবা-মা, বৌ, ভাই -বোনদের সাথে কথা বলেছি , সারা পৃথিবীর যারি নাম্বার ছিল তাদের ফোন করেছি , কথা বলে যদি মন টা একটু হালকা হয় !
অনেকে বলে বাহিরে গেলে মানুষ অনেক ভালো থাকে ! কি জানি , হয়ত ?
এখানে হয়ত সুখের ছোঁয়া পাওয়া যায়, যায় না পাওয়া শান্তি।সবি আছে এখানে কিন্তু কিছুই নাই ।
আর 2 দিন পর ঈদ , এ ঈদ টাও এভাবেই যাবে । এটাই কষ্ট, এটাই জীবন ।
মাহবুব সুমন
ক্যানবেরা
28 ডিসেম্বর 2006
রেটিং:০.০/০
১০টি মন্তব্য
১১৭বার পঠিত
অতিথি বলেছেন :
২০০৬-১২-২৭ ১৫:৫৫:৩১
আসলেই আমরা যারা দেশে ঈদ করি তারা কখনও বুঝব না প্রবাসে ঈদের উৎসব উদযাপন করার কস্ট। ভালো লাগল। চলে আসেন ঈদ করতে দেশে। ভাল থাকেন। ধন্যবাদ।
অতিথি বলেছেন :
২০০৬-১২-২৭ ১৫:৫৭:২২
টাচি গল্প।ঈদের দাওয়াত থাকলো। চলে আসেন।
শাওন বলেছেন :
২০০৬-১২-২৭ ১৫:৫৮:০৯
কি প্রবলেম । :(
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।