২০০৬-১২-১০ ০৩:৫২:০৮
ধারাবাহিকতায় আমিও ...
1.প্রাতিষ্ঠানিক পড়াশুনায় চরম অপছন্দ, তার পরো পড়ছি , ছাত্র হিসাবে কিরকম নিজেই জানি না ! পরিক্ষায় গাড্ডা দেয়া থেকে শুরু করে স েবর্ াচ্য রেজালট পাবার রেকর্ড় আছে। ভালো অংক পারি না কিন্তু পদাথের্ যে ভালো করতাম , সাধারন ক্যলকুলাস না পারলেও কঠিন সব সমাধান করতাম পদাথের্ !
2.অন্যরকম এক নিষ্ঠুরতা কাজ করে যা অন্য কেউ জানে না
3.দেখলে মনে হবে গোমরামুখো , আসলে না ..
4.রান্না করতে ভালোবাসি , খেতেও অনেক।
5.বেড়াতে পছন্দ করি অনেক , অদ্ভুত সব জায়গাতে বেড়াতে পছন্দ করি, ভালোবাসি ঝুকি নিতে।
রেটিং:০.০/০
৭টি মন্তব্য
৯৭বার পঠিত
অতিথি বলেছেন :
২০০৬-১২-১০ ০৯:৫৮:১২
পঠিত ।কিন্তু ...আরেকটু লম্বা হলে উপভোগ্য হতো......
অতিথি বলেছেন :
২০০৬-১২-১০ ১২:০৩:৫৯
সেটাই। নিষ্ঠুরতা প্রসঙ্গ অদ্ভূত এক সাসপেনস তৈরি করলো, কাজে লাগাতে পারতেন :)
অতিথি বলেছেন :
২০০৬-১২-১০ ১৪:৪৭:১৪
3 মনে হয় কমন পড়লো :)
অতিথি বলেছেন :
২০০৬-১২-১০ ১৭:১৬:৪৭
থ্রিলার হইছে।
অতিথি বলেছেন :
২০০৬-১২-১১ ০৪:৪২:০৮
কিরকম অদ্ভুত জায়গা? দুএকটা উদাহরন দিন তো....সামহোয়্যারের পিকনিক পার্টি হলে আপনাকে কাজে লাগবে.. (চামহাসি)
মাহবুব সুমন বলেছেন :
২০০৬-১২-১১ ১৩:৫০:৩০
যেমন , জেগে ওঠা নদীর চর ।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।