২০০৭-০১-১৪ ০৬:২৬:৩৯
কিছু দিনের মধ্যেই বুঝে গেলাম হোস্টেলের হাল হকিকত।
কিভাবে, কতপ্রকারে ,কি কি করতে হয়,সব।নতুন পরিবেশ। একটু সময় লাগছিলো সব কিছু মানিয়ে নিতে। পুরোনো ছেলেরাও কেমন জানি বেশি রকম বন্ধুভাবাপন্ন।
পড়াশুনার চাপ ও ছিল বেশ। মন্দ যাচ্ছিলো না দিন গুলো।
দুদিনের মধ্যেই খবর পেয়ে গেলাম কলেজের পেছনের জেনেভা ক্যাম্পের কাবাব পোরোটার কথা।
পাশের নজরুল ইসলাম হাউসের পেছনের দেয়াল টপকিয়ে যাওয়া যায়। বিকালে দেখে আসলাম জায়গাটা। মসৃন , যেনো ঘি মাখানো হয় প্রতিদিন!! ব হুবছর ব্য ব হারের ফসল।
রাত 9 টার সময় সবাই মিলে দেয়াল টপকালাম, সে এক অন্যরকম অনুভূতি, কিছুটা লুকিয়া প্রেমিকার সাথে দেখা করার মতো।সেই রাত থেকে ক্যাম্পের রেগুলার কাস্টমার বনে গেলাম আমরা। প্রতি সপ্তাহে অন্তত না গেলেই নয়। কাবাবের দোকানে গিয়ে খাওয়া যে শুরু হতো তা আর থামার নাম ছিল না। ম্যানুঃ গরুর চাপ, টিকিয়া,মুরগির চাপ, পোরোটা, আবার কখনও বা স্যুপ। কখনই হিসেব থাকতো না কতটুকু খাওয়া হোলো ।খাওয়া শেষ হলে বিল দিতাম সবাই মিলে, কখনো বেশি কখনও বা কম ।
একবার নজরুল ইসলাম হাউস এবং লালন শাহ হাউসের মাঝখানে বিশাল দেয়াল ঝড়ে ভেংগে গেলো। শুনেছি সে রাতে নাকি 3 হাউসে গণ মোনাজাত হয়েছিল খুশিতে।
অনেক রাতে পাশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে গিয়ে সবাই মিলে টিভি দেখতাম। হাউসে প্রতি বৃহস্পতিবার কি শুক্রবার শুধু টিভি দেখতে দিত।সিগারেট খেতে শিখে গেলাম এ সময়ই। নিজেকে কেমন জানি বড় বড় মনে হচ্ছিল তখন।
1 টা সিগারেট 3/4 জন মিলে শেয়ার। ফার্স্ট বুক, সেকেন্ড বুক....চলতেই থাকতো।
তার পর শুরু হোলো গাবতলীর পবর্ত সিনেমা হলে 1 টিকিটে 2 সিনেমার নেশা। প্রাপ্ত বয়স্ক দের সিনেমা। লোকাল বাসে 10/15 জন মিলে সিনেমা দেখতে যাওয়া, সিনেমা শেষ করে টয়লেটে ছুটাছুটি।
হাহাহাহা...সোনালী স্মৃতি সব এখন।
রেটিং:০.০/০
৮টি মন্তব্য
৮১বার পঠিত
ইমটি বলেছেন :
২০০৭-০১-১৪ ১৩:২৩:৩৫
আপনার লেখা পড়ে তো এখন আমার চাপ খেতে ইচ্ছা করছে। (কিমজা)
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-১৪ ১৩:২৯:০৭
তাইলে এখনি চইলা যান , শীতের সন্ধ্যা , আলো আঁধারে মজাই লাগবে।
ইমটি বলেছেন :
২০০৭-০১-১৪ ১৩:৫৭:৫৬
আর বইলেন না। সত্যি যেতে ইছা করছে। শেষবার খেয়েছি আবাহনি মাঠের কাদের ভাইএর চাপ। তাও প্রায় ৬/৭ মাস আগের কথা।
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-১৪ ১৪:০২:১৮
চাপ খাই না 2 বছর ! তাইলে বুঝেন , 6/7 মাস তো সেই দিন । কষ্ট।
অতিথি বলেছেন :
২০০৭-০১-১৪ ১৬:০৮:১৮
ডরাইসি(চামহাসি)ভাল হইতাসে।
ভাসমান বলেছেন :
২০০৭-০১-১৪ ১৬:২৩:৪৭
বলি গাড কি ঘুমায় নাকি?
অতিথি বলেছেন :
২০০৭-০১-১৪ ১৯:১৩:০৫
ভাই, আপনি হোস্টেলের লাইফের কথা বল্লেন । আর আপনার প্রফাইলে দেখি কেনরেরা, অষ্ট্রলিয়া লেখা।আপনার এত উন্নতি হয়েছে ওই রকম জীবনে।Thanks for a lotআমিও রকম অভ্যস্ত। তবে এতো বেশি নয়।
অতিথি বলেছেন :
২০০৭-০১-১৫ ০৫:০৫:৩৮
পড়লাম ... বড় ভালো ছেলে (কিমজা)
আপনার মন্তব্য সহ ব্যাকআপের স্টাইলটা পছন্দ হয়েছে।
উত্তরমুছুনআর কলেজ লাইফের কথা পড়ে আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবনটা মনে পড়ে গেল।