মঙ্গলবার, ১২ জুন, ২০০৭

আমার হোস্টেল জীবন - 2

২০০৭-০১-১৩ ০৫:৪০:০৭

ফজলুল হক হাউস যে কেনো কুখ্যাত ছিল সেটা যারা ওখানে ছিল শুধু তারাই জানে। আমি দেখতে শুনতে ভালোই ছিলাম কিন্তু কেনো যে আমাকে ও ই হাউসে দিল বুঝতে পারিনি। মনে হয় আমার চেহারায় অন্যরকম কিছু একটা ছিল।

যাই হোক ,রাতে তেমন কিছু হয়নি, মানে র্যাগিং। মডেল কলেজে র্যাগিং ক্যাডেট কলেজের মতো হয় না, হলেও আমরা ভাগ্যবান ছিলাম।

সকাল 5 টার সময় আবার পাগলা ঘন্টি, হোস্টেল লাইফে প্রথম ও শেষ বারের মতো ও ই ঘন্টি শুনেছিলাম।
আধা অন্ধকারে হাফ প্যান্ট ও টি-শার্টপরে হাউসের সামনে ফল ইন করলাম। তারপর মাঠের চারপাশে 2 বার ডাবল মার্চ। এরপর বাস্কেটবল কোর্টে পিটি। সেইদিন থেকে শেখা শুরু করলাম কি ভাবে ফাঁকি দিতে হয় । কিভাবে ডাবল মার্চনা করেই ভাব নিতে হয় , কি ভাবে পি টি ফাঁকি দিতে হয়।

কঠিন রুটিন ঃ
8 :00 ব্রেকফাস্ট ।
9 - 1 ক্লাস।
1:30 লানচ।
2- 4 রেস্ট।
4-5 গেমস।
5:30 চা।
6- 8:30 নাইট ক্লাস।
8:30 ডিনার।
9:30 - 10:30 যার যা খুশি।
11:00 ঘুম।

এই সব হোলো নিয়ম। মাগার , দুদিন পরই বের করে ফেল্লাম নিয়ম কিভাবে ভাংতে হয়।

সারা দিন সাদা ইউনিফরম পড়ে থাকতে থাকতে এমন বিরক্ত চলে এসেছিল যে এখন সাদা কিছুই আর পড়ি না।
পরের পর্বে লিখব কি ভাবে জেনেভা ক্যাম্পের চাপ -লুচি- কাবাবের রেগুলার কাস্টমার বনে গেলাম।

রেটিং:০.০/০
৬টি মন্তব্য
৭৯বার পঠিত

অতিথি বলেছেন :
২০০৭-০১-১৩ ১২:৩০:৪০
নাইট ক্লাশে কি হইতো ??
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-১৩ ১২:৪২:২৭
নাইট ক্লাসে পড়াশুনা হইতো, প্রথমে নিজ নিজ হাউসেই পড়া শুনা হতো , পরে টা পরিবর্তন করে কলেজ বিলডিং এ যার যার ক্লাস রুমে।হাউসে একজন টিচার থাকতেন আর কলেজ বিলডিং এ প্রতি ক্লাসে একজন করে টিচার।সাইলেন্ট রিডিং, মাগার বইয়ের মধ্যে মাসুদ রানা বা গেেল্পর বইও থাকতো।
অতিথি বলেছেন :
২০০৭-০১-১৩ ১৩:৫১:০১
ফাঁকি দিয়া কি কি করতেন তার লিস্ট টা দিলেন না যে(চামাহসি)
অতিথি বলেছেন :
২০০৭-০১-১৩ ১৩:৫১:২৮
(চামহাসি)
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-১৩ ১৩:৫৬:৪৩
আসবে বৎস আসবে....উতলা হন কেন বাহে !?
ইমটি বলেছেন :
২০০৭-০১-১৩ ১৪:০১:১১
কঠিন জীবন।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।