সেই ছোট্ট বেলা থেকেই লাস্ট বেনচে বসার অভ্যাস।
এই বয়সেও এসে সেই অভ্যাস ছাড়তে পারলাম না।
স্কুল -কলেজে যে অভ্যাস গড়ে উঠেছিলো বিশ্ববিদ্যালয়ে এসেও সে অভ্যাস ছাড়তে পারি নাই।
দুই দুইটা বিশ্ববিদ্যালয় পার করলাম। অভ্যাস আর যায় নি। তৃতীয় বিশ্ববিদ্যালয় যদি জীবনে আসে , তখনো মনে হয় পেছনের চেয়ার ছাড়তে পারবো না।
এমন না যে ছাত্র হিসেবে খারাপ আমি !! পেছনের চেয়ার/ বেনচ এ কি যেনো আছে , বার বার চুম্বকের মতো টেনে নিয়ে যায়।
কলেজে পড়তে শহিদুল ইসলাম স্যার একবার বলেছিলেন " তুই পেছনের চেয়ার থেকে কি সামনে আর কি আসবি না ? " আমি হেসে বলেছিলাম " না স্যার, পেছনের চেয়ারে অনেক সুবিধা । সেই সুবিধা হারাতে চাই না"
বিশ্ববিদ্যালয়ে প্রিয় কামরুল স্যার বলেছিলেন " পেছনের চেয়ার গুলোতে কতোগুলো বাঁদর বসে আছে , এখন বাঁদরামী করলেও আগামী 10 বছর পর দেখতে পাবো তারা সামনে চলে এসেছে"।
কলেজ ছেড়েছি 12 বছর , বিশ্ববিদ্যালয়ও সেই অনেক বছর আগে। হিসেব করে দেখি পেছনের বাঁদর গুলো আমরা আসলেই সামনে চলে এসেছি। বন্ধুরা প্রত্যকেই ভালো অবস্থানে।
আমরা আসলে জাতে মাতাল হলেও তালে ঠিক ছিলাম।
লাস্ট বেনচ্, আমার প্রিয় লাস্ট বেনচ
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।