বুধবার, ১৮ এপ্রিল, ২০০৭

বাংলাদেশ বিমান " আকাশে মুড়ির টিন "

বেশ অনেক বছর আগের কথা। রাজশাহী থেকে ঢাকা আসছি। রাজশাহী বিমানবন্দর শহর থেকে কিছুটা দূরেই। বিদায় দিতে সাথে আমার বাবা ছিলেন ।সিকিউরিটি চেকিং শেষ করে ভেতরে ঢুকলাম। ঢুকতেই আমার বাবা ও তার সাথের আরেকজনের প্রচন্ড হাসী। সবাইতো অবাক !! আমার বাবা পকেট থেকে তার পিস্তলটা বের করে সবাইকে দেখালেন, আর্চ ওয়েতে ধরা পরে নাই। হায়রে নিরাপত্তা মুলক সতর্কতা !

বিমানে উঠেই মনে হোলো মিনিবাসে উঠেছি। সিটে সেই আদি অকৃত্রিম সিট কভার।

আকাশে বিমান এমন ভাবে দূলতে থাকলো মনে হোলো নৌকায় বসে আছি, আকাশে নৌকা ভ্রমন !
কিছুক্ষন পর গোঁমড়া মুখো এয়ারহোস্টেসের আগমন , হাতের ট্রেতে ছোট্ট ট্রাসপারেন্ট গ্লাসে ফলের রস । ভেবে চিন্তেএকটা নিলাম। ফ্রি বলে কথা ! আবারো সেই চিরচেনা ভুল, অখাদ্য ফলের রস আস্বাদন। এদিকে এয়ার পকেটে বিমানে নাচানাচি, পেটে ফলের রস। আমার তেরটা বাজার অবস্থা।
দুলতে দুলতে ঢাকায় পৌছুলাম। সে দুলন এখনো ভুলিনাই।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।