মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০০৭

পুলিশ মরলে কাঁদে শুধু স্ত্রী- সন্তান

পুলিশ সপ্তাহ শরু হয়েছে।
রাজারবাগে প্যারেড হবে,দরবার হবে,
ফকরুদ্দিন বিশাল বাণি বর্ষন করবেন,
ইয়েসউদ্দিনের সাথে ডিনার করবে পুলিশ অফিসাররা।
ডিনার স্যুট , লাউনজ স্যুট ............টিউনিকের সমাবেশ।

হল রুমে বোরখা পরা বিধবার হাতে তুলে দেয়া হবে নীলক্ষেত থেকে বানানো স্বীকৃতি স্বারক " ক্রেস্ট " , সাথে একটা ছোট্ট চেক।

কিছুক্ষন পরে হাতে তুলে দেয়া হবে বিরিয়ানী র প্যাকেট।
অসহায় বিধবা স্ত্রী সন্তানের হাত ধরে ফীরে যাবে গ্রামে।
বৃদ্ধ মা হয়তো ছেলের ছবি ধরে নিরবে কাঁদবে।
সন্তান তার আঁধার ভবিষ্যতের কথা ভেবে সব কিছু ভুলে যাবে।
--------------
সড়ক দূর্ঘটনায় 3 পুলিশ, 1 টি গরু ও 3 জন মানুষ নিহত।পুলিশ কি মানুষ ??

ছিনতাইকারীর গুলিতে পুলিশ সার্জেন্ট নিহত।ক্ষতিপূরন ঃ ৳100,000 ।

বোমায় পুলিশ কন্সটেবলের দুই চোখ অন্ধ।ক্ষতিপূরন ঃ ৳ 50,000 ।

জীবনের মুল্য লাখ টাকারো বেশি নয় পুলিশের। পুলিশ কি মানুষ ?
--------------
চাকুরির বয়স 25 বছর হলে পেনশন পেতে পারো ,
চাকুরির বয়স 24 বছর 11 মাস !! কিছছু না ........খালি হাত।


পুলিশ মরলে কাঁদে শুধু স্ত্রী- সন্তান, আর কেউ না।
পুলিশ কি মানুষ ?

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো, সে যত তিক্তই হোক না কেনো।
পোস্টে মন্তব্যের দায়-দায়িত্ব একান্তই মন্তব্যকারীর। মন্তব্য মডারেশন আমি করি না, তবে অগ্রহনযোগ্য ( আমার বিবেচনায় ) কোনো মন্তব্য আসলে তা মুছে দেয়া হবে সহাস্য চিত্তে।